ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৭৩৪ কোটি

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:২৮, ১৬ জুলাই ২০২৫

মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়াল ৭৩৪ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ৭৩৪ কোটি টাকা। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬৭ টির, কমেছে ৭৯ টির অপরদিকে অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির বাজারদর।
এদিকে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ বাড়ায় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৯ দশমিক ২৬ শতাংশ।

আর ৭ টাকা ৯০ পয়সা বা ৮ দশমকি ২২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এছাড়া,  ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- কুইন সাউথ টেক্সটাইল মিলস, ইন্ট্রাকো, আইডিএলসি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রানার অটো, একমি পেস্টিসাইড এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

এছাড়া প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর পতনের শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১২ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। যার ফলে, ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিম টেক্সটাইল মিল্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৫ দশমিক ৫৯ শতাংশ। আর ২ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ১৩ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ড্যাফোডিল কম্পিউটারস। এছাড়া, বুধবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৩ দশমিক ৯৬ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৭৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৩ দশমিক ৬০ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৫১ শতাংশ।

×