ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঘরে বসে এনআইডি কার্ড সংশোধনে কী কী কাগজপত্র লাগবে? জেনে নিন বিস্তারিত

প্রকাশিত: ০০:৩৭, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ০০:৩৭, ১৭ জুলাই ২০২৫

ঘরে বসে এনআইডি কার্ড সংশোধনে কী কী কাগজপত্র লাগবে? জেনে নিন বিস্তারিত

ছবি: সংগৃহীত।

আপনি যদি জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধনের কথা ভাবছেন, তাহলে জেনে রাখুন—আপনার আবেদন মঞ্জুর হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে আপনি কী ধরনের তথ্য সংশোধন করতে চাইছেন এবং সেই অনুযায়ী প্রমাণস্বরূপ কাগজপত্র সংযুক্ত করেছেন কি না, তার ওপর।

জাতীয় পরিচয়পত্র সংশোধনের সবচেয়ে সাধারণ কয়েকটি ক্ষেত্র হলো—নামের বানান ভুল, বয়সের গরমিল, পিতামাতার নামের ভুল, স্থায়ী ঠিকানার ভুল, রক্তের গ্রুপ সংশোধন ইত্যাদি। নিচে প্রতিটি ক্ষেত্র অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তারিত তালিকা তুলে ধরা হলো।

১. নিজের নামের বানান সংশোধন করতে চাইলে

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • এসএসসি/এইচএসসি/সমমানের সনদ (স্ক্যান কপি)

  • জন্মনিবন্ধনের অনলাইন কপি

  • নাগরিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা)

  • পেশাগত আইডি কার্ড / স্টুডেন্ট আইডি (যদি থাকে)

  • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

  • নিজের নামে থাকা প্রপার্টির খাজনা রশিদ (যদি থাকে)

পরামর্শ: যত বেশি কাগজপত্র দিবেন, তত বেশি সম্ভাবনা থাকবে আবেদন মঞ্জুর হওয়ার।

২. বয়স সংশোধন করতে চাইলে

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • এসএসসি/এইচএসসি/সমমানের সনদ

  • জন্মনিবন্ধনের অনলাইন কপি

  • চাকরি / স্টুডেন্ট আইডি (যদি থাকে)

  • পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

সতর্কতা: ২-৩ বছরের বেশি পার্থক্য হলে সংশোধন কঠিন হতে পারে, তাই ডকুমেন্ট অবশ্যই শক্ত হতে হবে।

৩. পিতামাতার নামের বানান সংশোধন

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • শিক্ষাগত সনদ (SSC/HSC বা সমমান)

  • জন্মনিবন্ধনের অনলাইন কপি

  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি

নোট: পিতামাতার NID-এ যে বানান আছে, সেটাই ধরে আপনার সংশোধন হবে।

৪. রক্তের গ্রুপ সংশোধন

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • যেকোনো ডায়াগনস্টিক ল্যাবের রক্ত পরীক্ষার রিপোর্ট

  • সেই রিপোর্ট অনুযায়ী সংযুক্ত সার্টিফিকেট

সহজ প্রক্রিয়া: সাধারণত দ্রুত সংশোধন হয়ে যায়।

৫. স্থায়ী ঠিকানা সংশোধন

প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • নাগরিক সনদ / চেয়ারম্যান বা মেয়রের প্রত্যয়ন পত্র

  • জন্মনিবন্ধনের অনলাইন কপি

  • প্রপার্টির খাজনার রশিদ বা জমির দলিল

  • পিতা/স্বামী/অভিভাবকের NID (যদি বাসা তাদের নামে হয়)

  • ইউটিলিটি বিল (বিদ্যুৎ/গ্যাস/পানি)—বাসা যার নামে সেই ব্যক্তির NID সহ

টিপস: জন্মনিবন্ধনে ও নাগরিক সনদে ঠিকানা এক হলে সমস্যা কমে যায়।

আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • যেকোনো তথ্য সংশোধনে যত বেশি ডকুমেন্ট সংযুক্ত করবেন, আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা ততই কমবে।

  • তথ্য পরিবর্তনে যদি প্রতারণা বা জালিয়াতির আশ্রয় নেন, তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

  • কর্মকর্তারা যদি সহযোগিতা না করেন বা ঘুষ দাবি করেন, তাহলে এসিল্যান্ড বা জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো যাবে।

  • NID সংশোধনের আবেদন অনলাইনে services.nidw.gov.bd থেকে করা যাবে।

নুসরাত

×