ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

দুই মুসলিম দেশে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

প্রকাশিত: ১৪:১৬, ১৬ জুলাই ২০২৫

দুই মুসলিম দেশে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে টানা ১২ দিন ধরে যুদ্ধ করে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একপ্রকার পরাস্ত হতে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। তবে এই পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না তেলআবিব।

এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সিরিয়া ও লেবাননে একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১৫ জুলাই) সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো হয় এই সামরিক অভিযান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমিত কূটনৈতিক আলোচনা শুরু হয়েছিল। লক্ষ্য ছিল দুই দেশের সীমান্ত উত্তেজনা হ্রাস করা। কিন্তু ইসরায়েলের আকস্মিক এই বিমান হামলায় সেই আলোচনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

একই দিনে লেবাননের বেকা উপত্যাকায় হিজবুল্লাহর ঘাঁটিতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

লেবাননের একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, ইরানের সঙ্গে সাম্প্রতিক পরাজয়ের পর হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ধারাবাহিক চাপ প্রয়োগ করছে ইসরায়েল। উল্লেখ্য, গত নভেম্বর মাসে লেবাননের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের পর একটি হালকা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যার অন্যতম শর্ত ছিল হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। কিন্তু সাম্প্রতিক হামলা সেই চুক্তিকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই হামলা হিজবুল্লাহ ও লেবানন সরকারের প্রতি স্পষ্ট বার্তা—ইসরায়েল তার সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাবে।’

তিনি আরও জানান, ইসরায়েলের উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, সিরিয়া, লেবানন ও ইসরায়েলের মধ্যকার জটিল রাজনৈতিক এবং সাম্প্রদায়িক টানাপড়েন বর্তমানে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=MFvxkoaq2E8

রাকিব

×