ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার কাছে কতটি সু-৩৫ যুদ্ধবিমান আছে?

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ জুলাই ২০২৫

রাশিয়ার কাছে কতটি সু-৩৫ যুদ্ধবিমান আছে?

ছবি:সংগৃহীত

রাশিয়ার সামরিক শক্তির বড় একটি অংশ গড়ে উঠেছে তাদের আকাশবাহিনীকে ঘিরে। দেশটির বিমানবাহিনী শুধু ড্রোন বা বোমারু বিমানেই সীমাবদ্ধ নয়—তাদের কাছে রয়েছে এক ঝাঁক শক্তিশালী ও উন্নত যুদ্ধবিমান, যার মধ্যে অন্যতম হলো সুখোই সু-৩৫।

সু-৩৫: আধুনিক যুদ্ধে রাশিয়ার নির্ভরযোগ্য হাতিয়ার
সুখোই সু-৩৫ একটি অত্যাধুনিক ফাইটার জেট। এটিকে বলা হয় “4++” প্রজন্মের বিমান—অর্থাৎ, এটি পঞ্চম প্রজন্মের মতো পুরোপুরি স্টেলথ নয়, তবে প্রযুক্তি, গতি, এবং যুদ্ধে সক্ষমতার দিক দিয়ে এটি অনেক দূর এগিয়ে।
এটি এক আসনের মাল্টিরোল ফাইটার, যা আকাশে শত্রুবিমান ধ্বংস করা থেকে শুরু করে মাটির টার্গেট কিংবা জাহাজের ওপর হামলা—সব ধরনের মিশনেই দক্ষ।

রাডার ট্র্যাকিং ক্ষমতা, সুপারসনিক গতি (ম্যাক ২.২৫ পর্যন্ত), ১২টি মিসাইল বহন করার ক্ষমতা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম—সব মিলিয়ে সু-৩৫ একটি ভয়ংকর প্রতিপক্ষ।

রাশিয়ার হাতে কতটি সু-৩৫ আছে?
যদিও সঠিক সংখ্যা সরকারিভাবে জানানো হয় না, তবে সামরিক বিমান সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা World Directory of Modern Military Aircraft অনুযায়ী, রাশিয়ার হাতে বর্তমানে প্রায় ১১৪টি সু-৩৫ রয়েছে। এই সংখ্যা Kyiv Independent-এর মতো নির্ভরযোগ্য গণমাধ্যমও নিশ্চিত করেছে।

প্রথমবার এই জেট আকাশে ওড়ে ১৯৮৮ সালে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৪ সালে রাশিয়ান বিমানবাহিনীতে যুক্ত হয় এর বর্তমান সংস্করণ, সু-৩৫এস।

যুদ্ধের ময়দানে সু-৩৫-এর বাস্তব অভিজ্ঞতা
সু-৩৫ প্রথম যুদ্ধ মঞ্চে নামে ২০১৬ সালে, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের সময়। সে সময় এটি শুধু বোমাবর্ষণেই নয়, ইসরায়েলি বিমানকে ঠেকাতে ব্যবহার করা হয়েছিল বলে প্রতিবেদনে উঠে আসে।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছে ইউক্রেন যুদ্ধের সময়। পশ্চিমা দেশের দেওয়া আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা—বিশেষ করে Patriot ক্ষেপণাস্ত্র—সামনে পড়ে বিমানটির অস্তিত্ব হুমকির মুখে পড়ে।
Oryx নামের একটি গবেষণা সংস্থা অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত ৮টি সু-৩৫ ধ্বংস হয়েছে। এর মধ্যে একটি বিমান ইউক্রেনের এফ-১৬ ও একটি সুইডিশ নজরদারি বিমানের সহায়তায় গুলি করে নামানো হয়েছে।

সত্ত্বেও, এখনো আকাশের রাজা
সব প্রতিকূলতা সত্ত্বেও, সুখোই সু-৩৫ এখনো রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম ভরসা। আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত গতিশীলতা আর বহুমুখী যুদ্ধ ক্ষমতা—সব মিলিয়ে এটি এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী ফাইটার জেটগুলোর একটি।

সুখোই সু-৩৫ শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং এটি রাশিয়ার সামরিক ক্ষমতার আকাশে ওড়া প্রতীক।

 

মারিয়া

×