
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, হীন স্বার্থে সুপরিকল্পিত ভাবে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন ও অনৈক্য সৃষ্টি করে ফ্যসিবাদ আওয়ামী অপ শক্তিকে পুণর্বাসন ও আস্ফালন করার সুযোগ করে দেয়া হচ্ছে। আজকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যে হতাহতের কথা উল্লেখ করে বলেন, কয়লা ধুইলে যেমন ময়লা যায় না, তেমনি গণ অভ্যুত্থানে পতন ঘটলেও আওয়ামী লীগের বোধোদয় হয় নাই, খাইসলত বদলায় নাই। আওয়ামী লীগের চরিত্র বদলায় নাই। ওরা গণ শত্রু, গণ হত্যাকারী, ওদের ক্ষমা নাই।
বুধবার বিকেলে বড়দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ৪ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় দক্ষিণ বড়দাসপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
কর্মী সমাবেশ সমূহে এমরান সালেহ প্রিন্স দেশের বিরাজমান পরিস্থিতি উল্লেখ করে বলেন , কয়েকটি রাজনৈতিক দল বিএনপির অগ্রযাত্রা রোধ করতে অনভিজ্ঞতা থেকে ও ক্ষুদ্র স্বার্থে নন ইস্যুকে ইস্যু বানানো এবং নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় অনৈক্য সৃষ্টি করছে । এই সুযোগে ফ্যসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে । দেশকে অস্থিতিশীল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে ।
তিনি বলেন , বিগত ১৫ বছর গোপালগঞ্জের মতো সারা দেশে পুলিশের প্রটেকশনে থাকা আওয়ামী লীগ এর সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে ফ্যসিবাদী দমন নিপিড়ন উপেক্ষা করে আন্দোলন করেছে। ফ্যাসিস্টের কাছে মথা নত করে নাই। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারী দুষ্কৃতীকারীদের অবিলম্বে আটক করার আহ্বান জানান। ফ্যাসিস্টদের প্রশ্নে কোনো ছাড় নাই।
তিনি বলেন, নির্বাচন যত বিলিম্বিত হবে, ফ্যাসিস্টরা তত সুযোগ পাবে। তাই নির্বাচন বিলম্বিত হয়, এমন কোনো কাজ থেকে বিরত থাকতে হবে সকলকে। তিনি বলেন, আগামী রোজার আগে নয়, প্রয়োজনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করতে হবে। তিনি গণ অভ্যুত্থানের শক্তি সমূহে বিভেদ ও অনৈক্য সৃষ্টিকারী দল সমুহের প্রতি বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে গণ ঐক্য অটুট রেখে কাজ করার আহবান জানান।
কৈচাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. সাঈদ উর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল ইসলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল,সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর আলম বিপ্লব, যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল, বিএনপি নেতা আলী মাহমুদ, রেজাউল আহসান, মোরশেদ আলম, কৈচাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইফতেখার রসূল খোকন, রুহুল আমিন ফকির,আবুল কাশেম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক খালেদুজ্জামান আউলিয়া, সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান হেলাল, কৈচাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইফতেখার রসূল খোকন, ২নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আবু নাসের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে মজিবর রহমানকে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক এবং তৈজউদ্দিনকে সিনিয়র সহ সহসভাপতি ও আব্দুস সমদকে সহসভাপতি নির্বাচিত করে ৪ নং ওয়ার্ড বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রাজু