ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিদেশে পাঠানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান

প্রকাশিত: ০০:২০, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ০০:২১, ১৭ জুলাই ২০২৫

বিদেশে পাঠানোর নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ, রিমান্ডে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় দায়ের করা অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা এসআই খালিদ সাইফুল্লাহর রিমান্ড আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্যাহ।

এর আগে, সোমবার দুপুর ১টার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার অভিযোগে জানা গেছে, খায়রুল বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন এবং ছেলে আরশ ইবনে বাশার বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। ১৪১ শিক্ষার্থীকে বিদেশ পাঠানোর কথা বলে তারা প্রায় ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনায় গত ৪ মে গুলশান থানায় মামলাটি দায়ের করেন সিআইডির এসআই রুহুল আমিন। এ ছাড়া খায়রুল বাশার ও তার পরিবারের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে গত বছরের ১৭ অক্টোবর ঢাকায় বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা।

মঙ্গলবার আদালতে শুনানির সময় বিচারক বাশারকে প্রশ্ন করেন, তিনি টাকা নিয়ে কেন শিক্ষার্থীদের বিদেশ পাঠাননি। কিন্তু বাশার কোনো উত্তর দেননি। এরপর আদালত জানতে চান তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে। জবাবে বাশার বলেন, "৭০টি মামলা হয়েছে।" তখন বিচারক মন্তব্য করেন, "তাহলে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে।"

শুনানি চলাকালীন আদালত প্রাঙ্গণে উপস্থিত কিছু শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ করেন এবং খায়রুল বাশারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে জানা গেছে।

আসিফ

×