ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে হামলার প্রতিবাদ

ঢাকার বিভিন্ন স্থানে এনসিপি নেতা-কর্মীদের ব্লকেড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৩, ১৬ জুলাই ২০২৫

ঢাকার বিভিন্ন স্থানে এনসিপি নেতা-কর্মীদের ব্লকেড

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের  হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা অবরোধ করে ছাত্র-জনতা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বুধবার রাজধানীর শাহবাগ মোড়সহ বিভিন্ন স্থানে অবরোধ করেছেন দলটির নেতা-কর্মীরা। এতে যানবাহন চালাচল বন্ধ হয়ে যায়। ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার বিকেল ৫টার দিকে এনসিপির নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 
ব্লকেডে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদেরসহ সংগঠনটির বেশ কয়েকজনকে দেখা গেছে। ব্লকেডে এনসিপির ঢাকা মহানগরের নেতা-কর্মীদের ছাড়াও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদারসহ সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার বেশ কয়েকজন নেতাকেও দেখা গেছে। এসময় আন্দোলনকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই রক্তাক্ত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও,গুড়িয়ে দাও’, ‘ব্লকেড-ব্লকেড, সারাবাংলায় ব্লকেড’সহ নানা স্লোগান দেন।

ব্লকেডের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন জানান, ‘আমাদের নেতৃবৃন্দ যতক্ষণ না পর্যন্ত নিরাপদে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত সারাদেশে ব্লকেড চলবে।’ অবশ্য এক ঘণ্টার পর শাহবাগ ব্লকেড প্রত্যাহার করেছে এনসিপি। সন্ধ্যা ৬টার দিকে বিক্ষোভকারীরা মোড় ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এসময় আয়োজকেরা লাউডস্পিকারে ঘোষণা দেন, তারা বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে যাচ্ছেন। পরে তার বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ের এসে কর্মসূচী সমাপ্ত করেন। 
সায়েন্সল্যাব মোড় অবরোধ ॥ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ ছাত্র-জনতা ও এনসিপির সমর্থকেরা। এতে রাস্তার একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে ৪০ থেকে ৫০ জনের একটি দল। এসময় নেতাকর্মীরা ‘হই হই রইরই, আওয়ামী লীগ গেল কই, গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
মিরপুর ১০ নম্বরে ব্লকেড ॥ গোপালগঞ্জে হামলার ঘটনায় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে ব্লকেড ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা দলগুলো। বুধবার বিকেল ৫টার দিকে গোলচত্ত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করেন। এসময় ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়।

বিকেল পৌনে ৫টার পর ব্লকেড স্থগিত করে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র পরিচয় দেওয়া ফারদিন হাসান বলেন, এনসিপির নেতাকর্মীরা সুস্থভাবে গোপালগঞ্জ ত্যাগ করেছেন। আমরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করছি। এখান থেকে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেব। এসময় ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়।

প্যানেল হু

×