ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

আমাদের বিচ্ছেদ গুঞ্জন মিথ্যা: বারাক ওবামা

প্রকাশিত: ০১:৪৩, ১৭ জুলাই ২০২৫

আমাদের বিচ্ছেদ গুঞ্জন মিথ্যা: বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামা বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বলেছেন মিশেলের পডকাস্টে।

বারাক ওবামা বলেন, “সে আমাকে ফের গ্রহণ করেছে! কিছু সময় ছিল যখন ব্যাপারটা ঠিকঠাক ছিল না।” মিশেল ওবামার পডকাস্ট ‘IMO with Michelle Obama and Craig Robinson’-এ এই কথাগুলো বলেন তিনি।

গত কয়েক মাসে প্রাক্তন দম্পতির সম্পর্কে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে মিশেল ওবামার কিছু পাবলিক অনুষ্ঠানে না আসার পর এই গুঞ্জন বাড়ে, যার মধ্যে ছিল ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানেও মিশেল না যাওয়া।

মিশেলের ভাই ক্রেগ রবিনসন বলেন, “তোমরা দুজনকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে।” মিশেল উত্তর দেন, “আমি জানি, কারণ আমরা একসঙ্গে না থাকলে সবাই ভাবছে আমরা আলাদা হয়ে গেছি।”

ক্রেগ একটি কাহিনী শেয়ার করেন, যেখানে এক নারী তাকে জিজ্ঞেস করেছিল, “তুমি কী করেছ?”—অর্থাৎ তাদের সম্পর্কের অবস্থা সম্পর্কে।

বারাক বলেন, “আমি এইসব গুঞ্জনের খবর রাখি না। কেউ কিছু বললেই ভাবি, এটা কী ব্যাপার?”

মিশেল ওবামা যোগ করেন, “আমাদের বিবাহে কখনো এমন অনুভব হয়নি যে আমি আমার স্বামীকে ছেড়ে যাবো। আমাদের অনেক কঠিন সময়ও এসেছে, অনেক আনন্দের সময়ও ছিল, বহু অ্যাডভেঞ্চার হয়েছে। আমি আমার স্বামীর কারণে অনেক ভালো মানুষ হয়েছি।”

মিশেল পূর্বেও তার বিবাহ সম্পর্কে গুঞ্জন এবং ট্রাম্পের শপথগ্রহণে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “আমার এই সিদ্ধান্ত অনেক কটুক্তি ও সমালোচনা পেয়েছে কারণ লোকেরা ভাবেছিল আমার বিবাহ ভেঙে যাচ্ছে।”

ওবামারা ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুই কন্যা মালিয়া ও সাশা।

বারাক ওবামা বললেন: ‘ছেলেদের জন্য বড় চ্যালেঞ্জ’

সিঙ্গল মাদার দ্বারা লালিত বারাক ওবামা মনে করেন, ছেলেদের বড় করা তার জন্য কন্যাদের তুলনায় কঠিন হতো।

তিনি বলেন, “আমি হয়তো ছেলেদের ব্যাপারে বেশি বিচারক হতোাম, কঠোর হতোাম। বাবা না থাকলে ছেলের সাথে সম্পর্ক গড়ে তোলা আরও কঠিন হতো।”

তিনি আরও বলেন, “যদি আমরা ছেলেদের প্রতি যত্নশীল না হই, তাহলে সেটা নারীদের জন্যও ক্ষতিকর হতে পারে। বিশ্বজুড়ে দেখা রাজনৈতিক প্রবণতাগুলো আসলে ছেলেদের এই অনুভূতির ফল—যারা মনে করে তাদের মূল্যায়ন বা সম্মান পাওয়া যাচ্ছে না।”

ওবামা যোগ করেন, “আমরা কন্যাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু ছেলেদের জন্য একই উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা ভুল হয়েছে।”

Jahan

×