ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

গাজায় চলমান যুদ্ধ ‘সম্পূর্ণ মানবিক বিপর্যয়’: সুইডিশ চিকিৎসক

প্রকাশিত: ০৪:২২, ১৭ জুলাই ২০২৫

গাজায় চলমান যুদ্ধ ‘সম্পূর্ণ মানবিক বিপর্যয়’: সুইডিশ চিকিৎসক

ছবি: সংগৃহীত

গাজায় অবস্থানরত সুইডিশ চিকিৎসক মারিট হালমিন চলমান যুদ্ধকে “সম্পূর্ণ মানবিক বিপর্যয়” হিসেবে আখ্যা দিয়েছেন। সুইডেনের জাতীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে (SVT) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ব যেটা প্রত্যক্ষ করছে এবং তা ঘটতে দিচ্ছে—এটা এক ভয়াবহ মানবিক বিপর্যয়।

চিকিৎসক হালমিন জানান, তিনি এমন বাবাদের সঙ্গে দেখা করেছেন যারা ভয় থাকা সত্ত্বেও খাদ্যসাহায্য বিতরণ কেন্দ্রে যাচ্ছেন, যদিও তারা জানেন সেখানে গুলিবিদ্ধ হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, আমাকে মৃত শিশু এবং তাদের মায়েদের দেহ ব্যাগে ভরতে হয়েছে।

এই বর্ণনায় গাজার মানবিক পরিস্থিতির ভয়াবহতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা গভীরভাবে ফুটে উঠেছে।

শেখ ফরিদ 

×