ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মধ্যপ্রাচ্য

আমেরিকার রণতরী লোহিত সাগর ছেড়ে পালাচ্ছে!

আমেরিকার রণতরী লোহিত সাগর ছেড়ে পালাচ্ছে!

ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের টানা হামলার মুখে লোহিত সাগর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা সমগ্র যুদ্ধজাহাজ বহর। একের পর এক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে এই রণতরী, এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। সাম্প্রতিক হামলায় রণতরীটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, আর ধকল সামলাতে পারছে না বলে ধারণা করা হচ্ছে। এসব হামলার মধ্যে মার্কিন বাহিনী হারিয়েছে একটি মূল্যবান এফ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান, যার মূল্য প্রায় ৬ কোটি ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৭২৬ কোটি টাকা। জানা গেছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে বড় ধরনের ঘূর্ণি পাকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রুম্যানের একটি যুদ্ধবিমান, যা সঙ্গে সঙ্গেই সাগরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত হয়েছেন একজন নাবিক। মঙ্গলবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল মাসিরা টেলিভিশন জানায়, মার্কিন বিমানবাহী রণতরীটি যেকোনো মুহূর্তে লোহিত সাগর থেকে পুরোপুরি সরে যেতে পারে। চলতি মার্চ মাস থেকেই ইয়েমেনি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র, যার অংশ হিসেবে সেখানে মোতায়েন করা হয় ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান। তবে প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক আক্রমণে বর্তমানে কার্যত অকেজো হয়ে পড়েছে এই রণতরী। শুধু তাই নয়, মার্চ মাস থেকে এখন পর্যন্ত সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, প্রতিটির দাম প্রায় ৩ কোটি ডলার। এর আগেও, গত ডিসেম্বরে ইউএসএস গেটিসবার্গ ভুলবশত নিজেই ভূপাতিত করেছিল আরেকটি এফ-১৮ যুদ্ধবিমান। বিশ্লেষকরা বলছেন, দিন যত যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। এর আগেও, গত বছর মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন একইভাবে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবার একই পরিণতির দিকে যাচ্ছে ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান। ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=o1WACKEYJ5Y

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার