ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব

প্রকাশিত: ১১:৩৮, ১১ জুলাই ২০২৫

বিদেশিদের জন্য সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত করছে সৌদি আরব

ছবি: সংগৃহীত

সৌদি আরব এবার বিদেশিদের জন্য নিজেদের কিছু নির্দিষ্ট শহরে সম্পত্তি কেনার সুযোগ উন্মুক্ত করছে। সম্প্রতি অনুমোদিত নতুন একটি আইন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে রিয়াদ ও জেদ্দা শহরের নির্ধারিত এলাকায় বিদেশি নাগরিকরা সম্পত্তির মালিক হতে পারবেন। এই পদক্ষেপ সৌদি আরবের 'ভিশন ২০৩০'-এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যার লক্ষ্য হলো অর্থনীতির বৈচিত্র্য আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।

নতুন এই আইন ঘোষণার পর সৌদি আরবের আবাসন খাতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (Real Estate General Authority) শিগগিরই এই আইনের বিস্তারিত নীতিমালা ও প্রয়োগ পদ্ধতি জানাবে।

এছাড়াও, বিশেষ কিছু শর্ত পূরণ সাপেক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও ভবিষ্যতে বিদেশিদের সম্পত্তির মালিকানা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হলে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন বাজারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে।

উল্লেখ্য, সৌদি আরবের অবকাঠামো খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। রিয়াদে নির্মিত হচ্ছে 'মুকআব' নামে বিশাল এক ভবন, যা 'নিউ মুরাব্বা' প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি লোহিত সাগরের উপকূলে একাধিক বিলাসবহুল রিসোর্ট তৈরি করা হচ্ছে, যার কয়েকটি ইতিমধ্যেই চালু হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

সাব্বির

×