ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

আশফাক আহমদ, বড়লেখা,মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:১৬, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৬:১৬, ১২ জুলাই ২০২৫

সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে উত্তাল বড়লেখা

সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্প্রতি লাল চাঁদ সোহাগসহ বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) দুপুর ২টায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যয়রত সকল সাধারণ শিক্ষার্থী বড়লেখা উত্তর চৌমুহনী চত্বর এবং বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরজাহান শপিং মহলের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ ছাত্র জনতার সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব তামিম আহমদ। বড়লেখা মুহাম্মদিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সামাদ সাঈদ ও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে আশরাফ মাহমুদ রাহি বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা বলেন, সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আফরোজা

×