ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ঢাকায় ব্যবসায়ী ও খুলনায় যুবদলকর্মী হত্যার বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ

লুবনা শারমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:০২, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২১:০২, ১২ জুলাই ২০২৫

ঢাকায় ব্যবসায়ী ও খুলনায় যুবদলকর্মী হত্যার বিচারের দাবিতে রাবিতে বিক্ষোভ

ঢাকায় ব্যবসায়ী ও খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক কর্মী হত্যায় সংশ্লিষ্টদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ‘চকবাজারে হত্যা কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুলনায় হত্যা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘গুপ্ত বাহিনীর রাজনীতি চলবে না, চলবে না’, ‘গুপ্ত বাহিনী যেখানে লড়াই হবে সেখানে,’ ‘মুজিব বাহিনী যেখানে লড়াই হবে সেখানে' ইত্যাদি স্লোগান দেন তারা ।

সমাবেশে শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যারা জনাব তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করবে। ঢাকায় হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছেন তাদেরকে বলতে চাই, আপনারা যাকে নিয়ে কথা বলছেন তিনি এখনও রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারেন নাই। নির্বাহী ক্ষমতা, বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনী ইন্টেরিম সরকারের অধীনে। ৫ ই আগস্টের পরে এক ফ্যাসিস্ট চলে গেছে কিন্ত আরেকটি প্যাসিভ ফ্যাসিস্ট তৈরি হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা মূলক জরিপ করে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘ঢাকায় ব্যবসায়ী হত্যাকে কেন্দ্র করে যারা বিএনপির নামে অপপ্রচার করছে তাদেও প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা সামজিক যোগাযোগ মাধ্যমে আমাদের গালিগালাজ করছেন আমি তাদেরকে উদ্দ্যেশ্য করে বলতে চাই, আপনারা ছাত্রদলের কাছে নিরাপদ। আপনারা যে অশালীন বাক্য আমাদের বলছেন, ছাত্রদলের নেতা কর্মীরা আপনাদের কখনো সেই অশালীন ভাষায় উত্তর দিবে না।'

এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান, শাকিলুর রহমান সোহাগ, মেহেদী হাসান প্রমুখ।

শিক্ষার্থী অধিকার আন্দোলনের মানবন্ধন:

এদিকে ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে 'শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন' মানবন্ধন কর্মসূচি পালন করেছে। বিকাল পৌনে ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিন করেন তারা।
 
কর্মসূচিতে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ বলেন, ‘৫ আগষ্টের ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী যে আশা আকাঙ্খা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাংলাদেশ গড়বো। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আমরা জানতে পারলাম একশো’র বেশি খুন হয়েছে। অথচ অন্তবর্তী সরকার চুপচাপ বসে আছে। তারা দায়িত্ব পালন করছে না। ৯ জুলাই যুবদলের নেতারা যুবদলকে হত্যা করছে। আপনারা ক্ষমতায় আসার আগেই নিজের দলের মাংস খাওয়া শুরু করলেন। সামনে ক্ষমতায় আসবেন, মানুষকে হত্যা করবেন, এটা কখনো হতে পারে না। ২৪ এর অভ্যুত্থান পরবর্তী আমরা যারা বেঁচে আছি তারা আরেকটা অভ্যুত্থান ঘটানোর জন্যই বেঁচে আছি।’

 

রাজু

×