ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বিদেশে পড়তে যেতে চাচ্ছেন? সনদ-ট্রান্সক্রিপ্ট সত্যায়ন এখন ঘরে বসেই!

প্রকাশিত: ১৫:৫২, ১২ জুলাই ২০২৫

বিদেশে পড়তে যেতে চাচ্ছেন? সনদ-ট্রান্সক্রিপ্ট সত্যায়ন এখন ঘরে বসেই!

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা আবশ্যক। আগে এই কাজের জন্য শিক্ষার্থী বা আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হতো, তবে এখন তা সম্পূর্ণভাবে অনলাইনে করা যাচ্ছে।

২০২৪ সালের ১ অক্টোবর থেকে মাইগভ (MyGov) প্ল্যাটফর্মে চালু হয়েছে এই ডিজিটাল সেবা, যা সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে।

১. প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইনে আবেদন করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে:

*জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইনে নিবন্ধিত জন্মসনদ
*স্ক্যান করা শিক্ষাগত সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট (ফরম্যাট: JPEG, JPG অথবা PNG)
*ফাইল সাইজ: প্রতিটি ফাইল সর্বোচ্চ ১ এমবি

অনলাইন প্রক্রিয়া হওয়ায় এসব নথি আগে থেকেই স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ করে রাখুন।

২. আবেদনপ্রক্রিয়া: ধাপে ধাপে

২.১ মাইগভ-এ অ্যাকাউন্ট তৈরি

ভিজিট করুন: [https://mygov.bd](https://mygov.bd)
* নাম, মোবাইল নম্বর বা ইমেইল দিয়ে নিবন্ধন করুন
* একটি পাসওয়ার্ড সেট করুন

 

 

২.২ প্রোফাইল যাচাইকরণ

*NID বা জন্মসনদের নম্বর এবং জন্মসাল দিয়ে প্রোফাইল ভেরিফাই করুন
*একটি NID দিয়ে কেবল একটি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা সম্ভব

 

 

 

২.৩ সঠিক সেবা নির্বাচন

* হোমপেজে যান এবং ‘বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন’ সেবা নির্বাচন করুন
* চাইলে সার্চ বক্সে লিখে বা ভয়েস কমান্ড দিয়েও সেবা খুঁজে নিতে পারেন

২.৪ আবেদন ফরম পূরণ

* লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন
* একাধিক ডকুমেন্ট যুক্ত করতে চাইলে (+) বাটনে ক্লিক করুন
* চাইলে আবেদন ড্রাফট হিসেবেও সংরক্ষণ করে রাখতে পারবেন

২.৬ আবেদন ফি প্রদান

* কিছু সেবা বিনামূল্যে, আবার কিছু সেবার জন্য **নির্ধারিত ফি* রয়েছে
* ফি পরিশোধের মাধ্যম:

  * অনলাইন ব্যাংকিং
  * ডেবিট/ক্রেডিট কার্ড
  * মোবাইল ওয়ালেট (বিকাশ, নগদ ইত্যাদি)

 

 

৩. আবেদন ট্র্যাকিং ও ফলাফল

* আবেদন জমা দেওয়ার পর একটি ট্র্যাকিং নম্বর দেওয়া হবে
* এই নম্বর দিয়ে ‘সেবা ব্যবস্থাপনা’ অপশন থেকে আবেদনের অগ্রগতি দেখা যাবে
* নির্ধারিত সময় শেষে সত্যায়িত নথি মাইগভ ড্যাশবোর্ডে পাওয়া যাবে এবং সেখান থেকে ডাউনলোড করা যাবে

 

 

৪. কিছু গুরুত্বপূর্ণ দিক

* একটি এনআইডি দিয়ে শুধু একটি মাইগভ অ্যাকাউন্ট* ভেরিফাই করা যাবে
* প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হবে
* প্রোফাইল ভেরিফিকেশন সফল না হলে আবেদন জমা দেওয়া সম্ভব নয়

 

 

এখন বিদেশে উচ্চশিক্ষার জন্য সত্যায়ন প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং ভোগান্তিহীন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এটি এক বড় পদক্ষেপ।

ছামিয়া

×