
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউএসএবি)। জনসমক্ষে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যা করার ঘটনায় সংগঠনটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানায়।
প্রতিবাদলিপিতে ইউএসএবি জানায়, “এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সকলের মানবতা ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি সভ্য সমাজে এ ধরনের নির্মম ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তারা অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
সংগঠনটি আরও জানায়, সাম্প্রতিক সময়ে অপরাধীরা দিনের আলোতেই মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অথচ প্রশাসনের প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে বিলম্বিত বা পর্যাপ্ত নয়। এ ধরনের অব্যবস্থা জনগণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং আইনের শাসনের প্রতি আস্থাহীনতা সৃষ্টি করছে।
ইউএসএবি-এর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে—দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।
সংগঠনটি নিহত লাল চাঁদ সোহাগের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সমাজকে আরও মানবিক ও সচেতন হতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।
“আমরা সোহাগ হত্যার বিচার চাই—শুধু সোহাগের জন্য নয়, বরং এমন আরেকটি মায়ের সন্তানকে যেন জনসমক্ষে প্রাণ দিতে না হয়,”—এমন উচ্চারণে প্রতিবাদলিপির সমাপ্তি টানে ইউএসএবি।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ইউএসএবি (ইউএসএবি) দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করছে। সংগঠনটি উপবৃত্তি, সেশনজট, সহনশীল শিক্ষাব্যবস্থা এবং জেলা-ভিত্তিক ছাত্রকল্যাণ সমিতির মধ্যে সমন্বয়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয়।
নুসরাত