ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাইয়ের নেতৃত্বে ড. নজরুল ও ড. হাসনাত

মামুন শেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:২২, ১২ জুলাই ২০২৫

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাইয়ের নেতৃত্বে ড. নজরুল ও ড. হাসনাত

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ড. মো. নজরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হয়েছেন।

গতকাল শুক্রবার (১১ জুলাই) বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে অ্যাসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখুক। দল-মত নির্বিশেষে সকলকে একত্রিত করে অ্যাসোসিয়েশন এগিয়ে যাক।’

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মালেক মাসুম শিক্ষক নিয়োগে অ্যালামনাই স্নাতকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষক নিয়োগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের অগ্রাধিকার চাই। আমাদের স্নাতকদের মেধা যেন বিশ্ববিদ্যালয়ের সম্মান বাড়ায়।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ড. মো. নজরুল ইসলাম খান (১৯৯৪-৯৫ ব্যাচ) এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. আবুল হাসনাত রোবেল নির্বাচিত হন।

এসময় বিজ্ঞান অনুষদের ডিন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও ৫৬২ জন অ্যালামনাইসহ মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাকিব

×