ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনী শহীদ মিনারে মানববন্ধন

প্রকাশিত: ১৯:৪৭, ১২ জুলাই ২০২৫

টেকসই বাঁধ নির্মাণের দাবিতে ফেনী শহীদ মিনারে মানববন্ধন

ছ‌বি: জনকণ্ঠ

ফেনীতে ঘন ঘন বন্যা ও বাঁধ ভাঙনের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় ফেনীর শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে “ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদ”।

সাম্প্রতিক টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ফসল, ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়। এই পরিস্থিতিতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক শুভ। বক্তব্যে বক্তারা বলেন, ফেনীর মানুষ আর ত্রাণ চায় না, চায় একটি স্থায়ী ও কার্যকর বাঁধ।

মানববন্ধনে ফেনী বাঁধ নির্মাণ ও সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং জানান, এসব দাবি দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

বক্তব্য রাখতে গিয়ে এ বি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল বলেন, সরকারের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহৃত হয়নি। অথচ সেই অর্থ দিয়েই বাঁধের কাজ শুরু করা যেত।

জামায়াতের জেলা প্রচার সম্পাদক আনম আবদুর রহিম বলেন, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন এই দুর্যোগের দায় এড়াতে পারে না। যারা দায়িত্বে থেকেও গাফিলতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে।

জেলা যুবদল নেতা জামাল উদ্দিন গাজী বলেন, বাঁধ নির্মাণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

প্ল্যাটফর্মের অন্যতম উদ্যোক্তা ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম বলেন, রেমিট্যান্স আয়ে ফেনী দেশের শীর্ষস্থানীয় জেলা হলেও সরকারের দৃষ্টিতে উপেক্ষিত। বারবার ত্রাণ না দিয়ে এখন সময় হয়েছে স্থায়ী বাঁধ নির্মাণের।

পরশুরামের ব্যবসায়ী আবদুল গফুর বলেন, বন্যার আতঙ্কে প্রতিবছর ফেনীর ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর স্থায়ী সমাধান দরকার।

সমাজসেবক আবুল কালাম শামীম বলেন, ফেনীর মানুষ দরিদ্র নয়, তারা নিজের টাকা দিয়েই বাঁধ নির্মাণ করতে প্রস্তুত, শুধু উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছা দরকার।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সায়েম শিপলু, খেলাফত মজলিসের নেতা আজিজ উল্লাহ আহমদী, কাজী সালাহউদ্দিন, সোহরাব হোসেন শাকিল, সালাহ উদ্দিন শাওন, প্রজন্ম দল নেতা সুমন পাটোয়ারী, মো. ইদ্রিস আলী, ওসমান গণি জাহিদ, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিনিধি বাপ্পি, এমসি বয়েস ক্লাবের রবিন, তুহিন, মারুফসহ আরও অনেকে।

সবাই এক কণ্ঠে বলেন— “প্রকল্প নয়, চাই টেকসই বাঁধ ও স্থায়ী সমাধান।” মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের ফেনীবাসী অংশগ্রহণ করেন।

এম.কে.

×