ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় সোহাগ হত্যাকান্ড  

নিজস্ব সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ০০:০৬, ১৩ জুলাই ২০২৫

মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায় সোহাগ হত্যাকান্ড  

ছবি: জনকণ্ঠ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেছেন,পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মশাল মিছিলটি ধামরাইয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার এনসিপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

রাজধানী মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা এনসিপি'র কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য এ সকল কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। এই ঘটনা যতক্ষণ পর্যন্ত কেউ না জানে, ততক্ষণ পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি। চাঁদা নিলে পুরষ্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলুম মুক্ত দেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দেশে চাঁদাবাজি থাকবেনা, জুলুম থাকবে না, নারী ধর্ষিত হবে না- এমন এক দেশের জন্য আমরা চেষ্টা করছি। এসময় ধামরাই উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন, যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল ইসলাম, খোদেজা খানম, আশিক রহমান, কাওছার, লিমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদ

×