সেমিফাইনালে অভিজ্ঞ ও তারুণ্যের লড়াইয়ে মুখোমুখি নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজ
ফাইনালের আগে ফাইনাল
বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা নোভাক জোকোভিচ। সুদীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ পারফর্ম্যান্স উপহার দিয়ে ইতোমধ্যেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সার্বিয়ান তারকা এবার চলমান ফ্রেঞ্চ ওপেনেও হট ফেভারিট। খেলছেনও দুর্দান্ত। শুরু থেকেই দাপুটে খেলে রোঁলা গ্যারোঁর সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক। ফাইনালে উঠার লক্ষ্যে আজ আবারও কোর্টে নামছেন নোভাক জোকোভিচ। যেখানে তার প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। সময়ের সেরা তরুণ প্রতিভাবান এই স্প্যানিশ টেনিস তারকাও কোর্টে দাপট দেখাচ্ছেন। প্রত্যাশিতভাবে নিজের সেরাটা ঢেলে দিয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। যে কারণে প্যারিসে আজকের এই সেমিফাইনালকেই টেনিসবোদ্ধারা বিবেচনা করছেন ফাইনালের আগে ফাইনাল হিসেবে।