
ছবি: সংগৃহীত
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনা এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভকালে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুনতাসির হাসান মেহেদী, ইয়াসিন আরাফাত সেজানসহ আরও অনেকে। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
বাবু ইসলাম/রাকিব