
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে অবস্থিত একটি ফাস্টফুড চেইন রেস্টুরেন্ট ‘পোপায়েস’-এ এক গ্রাহক ও কর্মচারীর মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার সূত্রপাত হয়, যখন এক কর্মচারী এক নারী গ্রাহককে ‘সুন্দরী’ বলে সম্বোধন করেন—যা তার স্বামীর কাছে মোটেও গ্রহণযোগ্য মনে হয়নি।
ঘটনাটির ভিডিও ইনস্টাগ্রামে @btownwire অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এতে দেখা যায়, ক্ষিপ্ত এক ব্যক্তি উচ্চস্বরে বলছেন, ‘আমার স্ত্রীকে সুন্দরী বলো না। তুমি নিজ মুখে তাকে বলেছো যে সে সুন্দরী।’
এ সময় কর্মচারীটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন, “আমি বলেছিলাম, ‘আপনাকে দেখতে খুব ভালো লাগছে’।” কিন্তু এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই ব্যক্তি এবং জবাবে বলেন, ‘তুমি এটা বললে কেন?’ এক পর্যায়ে তিনি আরও বলেন, ‘এইটা ভারত না!’—এই মন্তব্যটিই মূলত অনলাইনে বিতর্কের ঝড় তোলে।
কমপ্লিমেন্ট না অশোভন আচরণ?
ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক—এই প্রশংসাটিকে কি সৌজন্যমূলক বলা যাবে, না কি তা ছিল সীমা লঙ্ঘন?
অনেকে মন্তব্য করেছেন, এটি নিছকই একটি প্রশংসা ছিল এবং স্বামীর প্রতিক্রিয়া ছিল অতিরিক্ত রকমের রুক্ষ। এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, হয়তো এটিই ছিল তার স্ত্রীর সারাদিনে শোনা সবচেয়ে ভালো কথা। তুমি পুরো ব্যাপারটাই মাটি করে দিলে।’
আরেকজন প্রশ্ন তোলেন, “কারো সৌন্দর্য প্রশংসা করা কি দোষের? শুধু ‘beautiful’ বলার জন্য এত হট্টগোল কীসের?”
তবে বিপরীত মতও উঠে এসেছে। কেউ কেউ বলেছেন, একজন কর্মচারীর পক্ষ থেকে এমন মন্তব্য অশোভন এবং পেশাদারিত্বের বাইরে। এক নারী ব্যবহারকারী লেখেন, ‘আমি হলে খুবই অস্বস্তিতে পড়তাম। একজন সার্ভিস কর্মী যদি এমনভাবে আমাকে প্রশংসা করে, সেটা কখনোই পেশাদার আচরণ নয়। আমি চাই আমার সঙ্গী আমার হয়ে প্রতিবাদ করুক।’
এছাড়া কেউ কেউ বলেন, হয়তো স্বামী এতটা উত্তেজিত হননি যতটা তার স্ত্রী নিজের অস্বস্তি থেকে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ‘অনেক মেয়েই এমন পরিস্থিতিতে স্বামীকে জানায় এবং তখন পুরুষরা উত্তেজিত হয়ে পড়ে,’—মন্তব্য করে একজন।
‘এইটা ভারত নয়’—জাতিগত মন্তব্যে সমালোচনার ঝড়
সবচেয়ে বিতর্কিত হয়েছে ভিডিওতে ওই গ্রাহকের উক্তি, ‘এইটা ভারত নয়’। অনেকে একে জাতিগত বিদ্বেষমূলক মন্তব্য বলে আখ্যা দিয়েছেন এবং তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে এখনো পর্যন্ত পোপায়েস রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ইতিমধ্যে কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে।
সূত্র: এনডিটিভি।
রাকিব