ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কেরানীগঞ্জে বর্জ্যের পাহাড়, ইউনিয়নভিত্তিক ব্যবস্থায় হিমশিম

ইস্পাহানী ইমরান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা

প্রকাশিত: ১২:৪২, ১২ জুলাই ২০২৫

কেরানীগঞ্জে বর্জ্যের পাহাড়, ইউনিয়নভিত্তিক ব্যবস্থায় হিমশিম

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার একেবারে উপকণ্ঠের উপজেলা কেরানীগঞ্জ — জনসংখ্যার ঘনত্বে দেশের অনেক জেলার সমকক্ষ হলেও এখনো সিটি কর্পোরেশন বা পৌরসভার আওতার বাইরে। শতভাগ ইউনিয়নভিত্তিক এই উপজেলায় প্রতিদিনই বাড়ছে বর্জ্যের স্তুপ, বাড়ছে ভোগান্তি। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের স্বল্প আয় দিয়ে প্রায় ১০ লাখের বেশি মানুষের বর্জ্য ব্যবস্থাপনা সামাল দেওয়া ক্রমেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কেরানীগঞ্জের ঘনবসতিপূর্ণ আগানগর, জিনজিরা, তেঘরিয়া, শুভাড্যা ও কলাতিয়ার কয়েকটি ইউনিয়নে জনসংখ্যার চাপ এমন পর্যায়ে যে, প্রতিদিন কয়েকশ টন বর্জ্য উৎপন্ন হচ্ছে। কিন্তু নেই কোনো পরিকল্পিত ডাম্পিং স্টেশন বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য, সড়কপথে জমে তৈরি হচ্ছে দুর্গন্ধ আর জনদুর্ভোগ।

স্থানীয়রা অভিযোগ করছেন, সঠিক জায়গায় বর্জ্য ফেলার ব্যবস্থা নেই। ফলে ড্রেন, খাল আর খোলা জায়গা ভরাট হচ্ছে বর্জ্যে। এতে বর্ষায় পানি জমে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে জিনজিরা ও তেঘরিয়া এলাকায় সড়কেই ময়লার স্তূপ দেখা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া জনকণ্ঠকে বলেন, “কেরানীগঞ্জ একটি বড় জনসংখ্যার উপজেলা। এখানে ইউনিয়নভিত্তিক কাঠামো দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা করা খুবই কঠিন হয়ে পড়েছে। আমরা পরিষদগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। তবে এখানে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প দরকার। সেই সঙ্গে সিটি কর্পোরেশন বা পৌরসভার মতো কোনো নগর সুবিধা এলে কাজ সহজ হবে।”

বিশেষজ্ঞরাও বলছেন, কেরানীগঞ্জের মতো ঘনবসতিপূর্ণ উপজেলায় দ্রুত সিটি কর্পোরেশন বা অন্তত একটি পৌরসভা গঠন করে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।

ঢাকার চারপাশের এই জনবহুল উপজেলার বাসিন্দাদেরও একই দাবি — তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে এখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সিটি কর্পোরেশনের আওতায় আনার কার্যকর উদ্যোগ নেয়া হোক।

নোভা

×