মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে তা দৈনন্দিন জীবনে সমস্যার কারণ হতে পারে। তবে কিছু পুষ্টিগত পরিবর্তন, ওষুধ সেবন কিংবা প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যদি এক বা দুই মাসিক চক্রের মধ্যে কোনো উন্নতি না দেখা যায়, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর যদি শ্বাসকষ্ট হয়, বড় আকারের রক্তের জমাট বের হয় অথবা অজ্ঞান হয়ে যান, তাহলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।