বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসার কাশফিয়া।উচ্চমাধ্যমিকের গণ্ডিপেরিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এরই মধ্যে ২০ বছর বয়সী কাশফিয়া অর্জন করেছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসারের খেতাব।
গত ১৯-২২ সেপ্টেম্বর ভিয়েতনামে আয়োজিত ‘এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ ২০২৪’-এ মিক্সড ডাবল বিভাগের দ্বিতীয় পর্বে কাশফিয়া হয়েছেন ষষ্ঠ। এই অর্জনের শুরুটা অসম্ভব মনে হলেও কাশফিয়া এগিয়েছেন নিজের গতিতে।
একই সাথে তিনি মিক্সড ডাবলসে স্বর্ণপদক জিতেছেন, এই রাউন্ডে তার সঙ্গী ছিলেন আরেকজন বাংলাদেশি আরহাম রহমান। বাংলাদেশের এফআইএ লাইসেন্সের অধীনে প্রথম বাংলাদেশি হিসেবে রেসে বিজয়ী হয়ে ইতিহাস গড়লেন কাশফিয়া ও আরহাম।