ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রূপালী ব্যাংকের এই স্কিমে টাকা রাখলেই দ্বিগুণ! অপ্রাপ্তবয়স্করাও পাবে এই সুবিধা

প্রকাশিত: ১৭:১০, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪৫, ১৪ জুলাই ২০২৫

রূপালী ব্যাংকের এই স্কিমে টাকা রাখলেই দ্বিগুণ! অপ্রাপ্তবয়স্করাও পাবে এই সুবিধা

ছবি: সংগৃহীত

রূপালী ব্যাংক পিএলসি চালু করেছে ‘রূপালী ডাবল বেনিফিট স্কিম (RDBS)’—যেখানে মাত্র ৬ বছর ৯ মাসে গ্রাহকের জমা টাকা দ্বিগুণ হয়ে যাবে (কর কেটে নেওয়ার আগের হিসাবে)। এটি একটি নির্দিষ্ট মেয়াদী আমানত ভিত্তিক স্কিম, যা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক—দুই ক্ষেত্রেই খোলা যাবে।

উচ্চ সুদ ও জরুরি ঋণ সুবিধা
এই স্কিমে গ্রাহকদের জন্য প্রযোজ্য চক্রবৃদ্ধি হারে সুদের হার ১০.৮২ শতাংশ। এছাড়া, প্রয়োজন হলে জমাকৃত টাকার বিপরীতে জরুরি ঋণ নেওয়ার সুযোগও রয়েছে। এই স্কিমে যেকোনো বাংলাদেশি নাগরিক অথবা নিবন্ধিত প্রতিষ্ঠান অংশ নিতে পারে।

প্রাপ্তবয়স্করাই নয়, শিশুদের জন্যও সুযোগ
এই স্কিমে অপ্রাপ্তবয়স্করাও অংশ নিতে পারবে, তবে অবশ্যই পিতা, মাতা অথবা আইনগত অভিভাবকের সঙ্গে যৌথভাবে হিসাব খুলতে হবে। একইভাবে, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন, তাহলে মনোনীত ব্যক্তি (নমিনি) চাইলে মেয়াদপূর্তি পর্যন্ত অপেক্ষা করে পূর্ণ সুবিধা নিতে পারবেন অথবা প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী আগেই অর্থ উত্তোলন করতে পারবেন।

হিসাব খোলার জন্য যা লাগবে
হিসাব খোলার জন্য গ্রাহকের বৈধ জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা জন্মনিবন্ধনের অনুলিপি প্রয়োজন। সঙ্গে দিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও মনোনীত ব্যক্তির এক কপি ছবি। টিআইএন সার্টিফিকেট ঐচ্ছিক হলেও দেওয়া যাবে। এছাড়া হিসাব খোলার আগে অবশ্যই একটি সেটেলমেন্ট হিসাব থাকতে হবে বা খুলতে হবে।

নিয়ম-কানুন ও শর্তাবলি
এই সঞ্চয় স্কিমে অন্তর্ভুক্ত হতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রাতিষ্ঠানিক হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গঠনতন্ত্র, উপ-নিয়ম বা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনুমোদন লাগবে। মনোনীত ব্যক্তির তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক।

সরকারি কর প্রযোজ্য
এই স্কিম থেকে আয় করা সুদের উপর সরকার নির্ধারিত কর ও কর্তন প্রযোজ্য হবে।

 

তথ্যসূত্র: রূপালী ব্যাংক ওয়েবসাইট

আবির

আরো পড়ুন  

×