ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফোনে এই ম্যাসেজ পেলেই আপনার ক্যামেরা-লোকেশন সব নজরদারির মধ্যে!

প্রকাশিত: ২১:১২, ১৩ জুলাই ২০২৫

ফোনে এই ম্যাসেজ পেলেই আপনার ক্যামেরা-লোকেশন সব নজরদারির মধ্যে!

ছবি: সংগৃহীত

আপনার ফোন এখন ঝুঁকিতে। কিছু বিপজ্জনক অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্কিং তথ্য এবং অন্যান্য ডেটা চুরি করছে। তবে শুধু কয়েকটি নয়—অনেক অ্যান্ড্রয়েড অ্যাপই গোপনে আপনার কার্যকলাপ ট্র্যাক করছে এবং সেগুলো ফেরত পাঠাচ্ছে ডেভেলপারদের কাছে।

গুগল বহুবার ডেভেলপারদের সতর্ক করে বলেছে, “আপনার অ্যাপ কেবলমাত্র প্রয়োজনীয় পারমিশনই চাইবে,” বিশেষ করে যখন বিষয়টা স্পর্শকাতর ডেটার। এই "স্পর্শকাতর তথ্য" বলতে বোঝানো হয়েছে: আপনার লোকেশন, মেসেজ, ছবি, ভিডিও, ক্যামেরা, মাইক্রোফোন এবং ফোনের "অ্যাক্সেসিবিলিটি" সেটিংস—যেগুলো পুরো ডিভাইস নিয়ন্ত্রণে রাখতে পারে।

তবে এখন হয়তো একটা সমাধান আসছে। এমন একটি অন-স্ক্রিন বার্তা, যা অ্যাপ গোপনে ক্যামেরা, মেসেজ বা লোকেশন অ্যাকসেস করলেই সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক করবে। এই ধরনের অপব্যবহার খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক জনপ্রিয় অ্যাপ এমন সব অনুমতি চায়, যা তাদের একেবারেই প্রয়োজন নেই। সাইবারনিউজ এ বিষয়ে সতর্ক করে বলেছে: ব্যবহারকারীদের “মনোযোগী হওয়া উচিত।”

অ্যান্ড্রয়েড অথরিটির মতে, “স্যামসাং তাদের নতুন One UI 8-এ প্রাইভেসি ও সিকিউরিটির দিক দিয়ে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে,” যেখানে ব্যবহারকারীদের এ ধরনের অ্যাপ ব্যবহারের সময় সতর্ক করা হবে এবং অনুমতি ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

মাত্র এক মাস আগেই Apteco জানায়, এমন পারমিশন অপব্যবহার আইফোনের মধ্যেও ছড়িয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, “অ্যাপগুলোর মাধ্যমে কীভাবে ব্যবহারকারীদের উপর বিস্তৃত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং কিভাবে বিভিন্ন তথ্য মিলিয়ে প্রোফাইল তৈরি করে পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখানো হচ্ছে—সেই চিত্র উঠে এসেছে।”

সাইবারনিউজ যখন অ্যান্ড্রয়েডের ৫০টি জনপ্রিয় অ্যাপ পরীক্ষা করে, তখন দেখা যায়, পারমিশনের অপব্যবহারে কোনো সীমাবদ্ধতা নেই। বিভিন্ন রিপোর্টে একই অভিযোগ: পরিচিত অ্যাপগুলো গোপনে আপনার ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশন ব্যবহারের অনুমতি নিয়ে নিচ্ছে—চুপিসারে।

স্যামসাং এখন আংশিকভাবে হলেও সমাধান আনছে। তাদের নতুন "অ্যালার্ট সেন্টার" ব্যবহারকারীদের সতর্ক করবে “গোপনে কাজ করা অ্যাপ, সিকিউরিটি রিস্ক এবং পুরনো অ্যাকাউন্ট সেটিংস” সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এই সিস্টেম এখন ব্যবহারকারীদের জানাবে, কখন কোন অ্যাপ গোপনে আপনার লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা বা কনট্যাক্টসের মতো স্পর্শকাতর তথ্য অ্যাকসেস করেছে—বিশেষ করে যদি তা ব্যাকগ্রাউন্ডে বা খুব ঘন ঘন হয়ে থাকে।

One UI 8 কবে রিলিজ হবে তা এখনও নিশ্চিত নয়, তবে এটি স্পষ্ট—এটি গুগলের প্রাইভেসি ড্যাশবোর্ড থেকেও বেশি কার্যকর হতে চলেছে। নতুন এই সিস্টেম ব্যবহারকারীদের জানাবে: “XYZ আপনার ক্যামেরা অ্যাকসেস করেছে” বা “ABC ব্যাকগ্রাউন্ডে আপনার মেসেজ পড়েছে”।

যেমনটি অ্যান্ড্রয়েড ১৫ ও One UI ৭-এ দেখা গেছে, ঠিক তেমনিভাবে One UI ৮ ও অ্যান্ড্রয়েড ১৬ নিরাপত্তা ও গোপনীয়তার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাচ্ছে। যদিও এটি একা পারমিশন অপব্যবহার বন্ধ করতে পারবে না, তবুও অ্যাপলের প্রাইভেসি লেবেলের মতো এটিও ব্যবহারকারীদের চোখ খুলে দিতে পারে—'হ্যাঁ' বাটনে ক্লিক করার আগে দু’বার ভাবার সুযোগ দেবে।

আবির

×