ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এআই দিয়ে তৈরি ক্যানসারের ওষুধ এবার পরীক্ষা করা হবে মানবদেহে

প্রকাশিত: ২১:০০, ১৩ জুলাই ২০২৫

এআই দিয়ে তৈরি ক্যানসারের ওষুধ এবার পরীক্ষা করা হবে মানবদেহে

ছবি: সংগৃহীত

এআই প্রযুক্তির অগ্রযাত্রায় চিকিৎসাবিজ্ঞানে যুক্ত হচ্ছে নতুন দিগন্ত। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ক্যানসারের ওষুধ মানবদেহে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে গবেষকেরা। এ যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল ডিপমাইন্ডের এআই টুল ‘আলফাফোল্ড ৩’ ব্যবহার করে নতুন ওষুধের নকশা তৈরি করা হয়েছে, যা সরাসরি ক্যানসার কোষকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম।

কীভাবে কাজ করছে এআই?

‘আলফাফোল্ড ৩’ একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, যা প্রোটিনের জটিল গঠন ও আণবিক মিথস্ক্রিয়া বিশ্লেষণ করতে পারে। এই ক্ষমতার ফলে ওষুধ তৈরিতে প্রয়োজনীয় উপাদান ও তাদের মিথস্ক্রিয়া সহজে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে।

আইসোমরফিক ল্যাবসের প্রেসিডেন্ট কলিন মারডোক বলেন, ‘আমরা প্রস্তুতি নিচ্ছি এই ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে মানবদেহে প্রয়োগ শুরু করার। এটি একটি বড় ধাপ, যেখানে এআই সরাসরি ক্যানসার চিকিৎসায় ব্যবহার হচ্ছে।’

অর্থায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

২০২৪ সালে আইসোমরফিক ল্যাবস ওষুধ গবেষণার জন্য ৬০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করে। গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস বলেন, ‘এই অর্থ ব্যবহার করে ভবিষ্যতের এআই-নির্ভর ওষুধের প্রজন্ম তৈরির কাজ চলছে। এটি এমন একটি পদক্ষেপ যা ভবিষ্যতে সব রোগের সমাধান খুঁজে পাওয়ার পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে।’

বিশ্বব্যাপী এআই ওষুধ গবেষণা

বর্তমানে বায়োটেকনোলজিভিত্তিক একাধিক প্রতিষ্ঠান, যেমন এনিমা বায়োটেক, ইকটোস ও নভো নরডিস্ক, এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন ওষুধ উদ্ভাবনের চেষ্টায় রয়েছে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত প্রায় ৩ হাজারের বেশি ওষুধ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে এসবের বেশিরভাগই রয়েছে গবেষণা ও প্রাথমিক পরীক্ষার পর্যায়ে।

চিকিৎসাবিজ্ঞানে বিপ্লবের সম্ভাবনা

বিশেষজ্ঞরা বলছেন, এআই-এর এমন উদ্ভাবনী ব্যবহার একদিন চিকিৎসার চেহারাই বদলে দিতে পারে। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা ও ওষুধ উদ্ভাবনে মানুষের উপর নির্ভরতা কমিয়ে আরও নির্ভুল ও দ্রুত সমাধান দেবে এই প্রযুক্তি।

এখন দেখার বিষয়, মানবদেহে সফল ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ক্যানসার চিকিৎসায় এআই প্রযুক্তি কতটা বাস্তবিক পরিবর্তন আনতে পারে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাকিব

×