ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এই একটি অ্যাপই আপনার ফোনের আয়ু কমিয়ে দিচ্ছে, এখনই দেখে নিন!

প্রকাশিত: ২২:২৯, ১৩ জুলাই ২০২৫

এই একটি অ্যাপই আপনার ফোনের আয়ু কমিয়ে দিচ্ছে, এখনই দেখে নিন!

ছবিঃ সংগৃহীত

আপনি হয়তো জানেন না, প্রতিদিন ব্যবহার করা একটি সাধারণ অ্যাপই ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে আপনার মোবাইল ফোনের পারফরম্যান্স ও ব্যাটারির আয়ু। হ্যাঁ, আমরা বলছি জনপ্রিয় “Google Maps” অ্যাপের কথা!

বিশেষজ্ঞদের মতে, Google Maps যতই দরকারি হোক না কেন, এর কিছু গোপন সেটিংস ও ব্যাকগ্রাউন্ড এক্টিভিটিই আপনার ফোনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।

কিভাবে ক্ষতি করছে?

লোকেশন সবসময় চালু
Maps ব্যবহার করার পরও অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে আপনার অবস্থান ট্র্যাক করতে থাকে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হয়।

ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার
অবস্থান ও রুট আপডেট করতে গিয়ে মোবাইল ডেটা অহরহ খরচ করে, যা শুধু ব্যাটারি নয়, আপনার ইন্টারনেট প্যাকও শেষ করে দেয়।

RAM দখল করে রাখে
Maps চালু না থাকলেও এর সেবা চালু থাকে, যা অন্যান্য অ্যাপের জন্য জায়গা সংকুচিত করে দেয়, ফলে ফোন হয়ে পড়ে স্লো।

ফোন গরম হয়ে যায়
নিরবিচারে GPS চালু রাখার কারণে ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে, যা ফোনের ব্যাটারির স্বাস্থ্য দ্রুত ক্ষতিগ্রস্ত করে।

কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে?

✔️ ব্যাকগ্রাউন্ড লোকেশন এক্সেস বন্ধ করুন
Settings > Apps > Google Maps > Permissions > Location > “Allow only while using the app”

✔️ লোকেশন সার্ভিস বন্ধ রাখুন
প্রয়োজন ছাড়া ফোনের লোকেশন সার্ভিস বন্ধ রাখলে ব্যাটারি অনেকটাই সেভ হবে।

✔️ ব্যাকগ্রাউন্ড ডেটা রিস্ট্রিক্ট করুন
Settings > Data usage > Google Maps > Restrict background data

✔️ “Lite Mode” চালু করুন
Google Maps-এর সেটিংসে Lite Mode চালু করলে অনেক ফিচার সীমিত হয়ে ব্যাটারি ক্ষয় কম হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ

আইটি বিশেষজ্ঞ বলেন, “Google Maps মূলত একটি ভারী অ্যাপ। এটি বন্ধ করলেও এর কিছু ফিচার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। তাই ব্যবহার শেষে নিশ্চিত হতে হবে অ্যাপটি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে কিনা।”

আপনার ফোন হঠাৎ করে স্লো হয়ে যাচ্ছে? ব্যাটারি আগের চেয়ে কম সময় চলছে? তাহলে দেরি না করে একবার দেখে নিন—Google Maps-এ কোনো অনাকাঙ্ক্ষিত সেটিংস চালু আছে কি না। সচেতন থাকলেই আপনার প্রিয় ডিভাইসের আয়ু আরও দীর্ঘ হবে।

ইমরান

×