ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মোবাইলে ঘরে বসেই আয় করুন — Microjobi দিচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সহজ বিকল্প!

প্রকাশিত: ২২:০৫, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ২২:১২, ১৩ জুলাই ২০২৫

মোবাইলে ঘরে বসেই আয় করুন — Microjobi দিচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সহজ বিকল্প!

ছবিঃ সংগৃহীত

চাকরির বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঘরে বসে আয় করার আগ্রহ। বিশেষ করে ছাত্র-ছাত্রী, গৃহিণী বা বেকার যুবক-যুবতীদের জন্য ফ্রিল্যান্সিং যেন এক সম্ভাবনার নাম। তবে সব সময় বড় প্রজেক্ট বা স্কিল বেইসড কাজ পাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে মোবাইল দিয়েই সহজে আয় করার সুযোগ এনে দিয়েছে দেশীয় প্ল্যাটফর্ম Microjobi.com

কী এই Microjobi?

Microjobi.com হলো একটি মাইক্রোজব (Microjob) প্ল্যাটফর্ম, যেখানে ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়। এসব কাজকে বলা হয় “Microtasks”—যেখানে ব্যবহারকারীরা অ্যাপ রিভিউ, ইউটিউব দেখা, ফলো/সাবস্ক্রাইব, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা ছোট সার্ভে পূরণের মতো সহজ কাজ করেই আয় করতে পারেন।

কত আয় করা যায়?

প্রতি টাস্কে ২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত আয় সম্ভব। কাজ শেষ হলে সেই টাকা জমা হয় Microjobi Wallet-এ। পরে তা বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে উত্তোলন করা যায়।

কারা উপকৃত হবেন?

এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে সহায়ক:

  • ছাত্র-ছাত্রীদের জন্য

  • গৃহিণীদের জন্য

  • চাকরিপ্রার্থীদের জন্য

  • যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান

কিভাবে শুরু করবেন?

১. ভিজিট করুন https://microjobi.com
২. "Register" করে ফ্রি অ্যাকাউন্ট খুলুন
৩. প্রোফাইল সেটআপ করুন
৪. “Find Job” মেনু থেকে কাজ বেছে নিন
৫. কাজ করে আয় করুন এবং ওয়ালেটে জমা নিন

কী সুবিধা মিলবে?

  • একদম ফ্রি সাইনআপ

  • প্রতিদিন নতুন কাজ

  • লাইভ হেল্প ও সাপোর্ট

  • রেফারেল ছাড়াও কাজ শুরু করা যায়

  • ইনকাম ট্র্যাকিং রিপোর্ট সুবিধা

  • বর্তমানে রেজিস্ট্রেশনে বোনাস সুবিধা চালু রয়েছে 🎁

নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা

Microjobi একটি বাংলাদেশে রেজিস্টার্ড ডিজিটাল সেবা প্রতিষ্ঠান। প্রতিটি কাজ যাচাই-বাছাই করা এবং ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ গোপনীয়ভাবে সংরক্ষিত থাকে।

Microjobi কর্তৃপক্ষ জানায়, “আমরা চাই দেশের যেকোনো বয়স ও পেশার মানুষ ঘরে বসে নিরাপদে আয় করতে পারুক। ছোট কাজ থেকেই বড় স্বপ্নের যাত্রা শুরু হোক।”

তাই আর দেরি নয়। এখনই রেজিস্ট্রেশন করুন https://microjobi.com — আর মোবাইল দিয়ে শুরু করুন আপনার আয়ের নতুন পথচলা।

সূত্রঃ টেকটিউনস

ইমরান

×