ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জমা দিন ছোট কিস্তিতে, তুলুন কোটি টাকা—জনতা ব্যাংকের ‘মিলিয়নিয়ার স্কিম’ সম্পর্কে জানুন

প্রকাশিত: ১৮:৪২, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৩, ১৩ জুলাই ২০২৫

জমা দিন ছোট কিস্তিতে, তুলুন কোটি টাকা—জনতা ব্যাংকের ‘মিলিয়নিয়ার স্কিম’ সম্পর্কে জানুন

ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসি চালু করেছে “জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (JMDS)”—যা গ্রাহকদের নির্ধারিত মেয়াদে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলিয়ন টাকার সঞ্চয় নিশ্চিত করতে সহায়তা করে। এ স্কীমটি সম্পূর্ণ চক্রবৃদ্ধি ভিত্তিক এবং ৬% সুদে পরিচালিত হয়।

বহুমেয়াদী সঞ্চয় পরিকল্পনা
এই স্কিমে গ্রাহকরা ৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে হিসাব খুলতে পারবেন। বিভিন্ন মেয়াদ অনুযায়ী মাসিক কিস্তির পরিমাণ নির্ধারিত হয়েছে। যেমন, ৩ বছর মেয়াদে কিস্তি ২৫,৩৭০ টাকা, আর ১৫ বছর মেয়াদে ৩,৫৩০ টাকা। সময় যত দীর্ঘ হবে, কিস্তি তত কমে আসবে।

কিস্তি জমার সময়সীমা ও নিয়মাবলী
প্রতি মাসের ১১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে কিস্তি জমা দেওয়া যাবে, ব্যাংক খোলা থাকলে। একই সময়ের মধ্যে হিসাব খোলার কার্যক্রমও সম্পন্ন করতে হবে। যুগ্ম নামে অ্যাকাউন্ট খোলা যাবে না এবং একজন গ্রাহক একাধিক হিসাব খুলতে পারবেন না, এমনকি ভিন্ন শাখাতেও নয়।

হিসাব খোলার প্রয়োজনীয় কাগজপত্র
হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, দুই কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি, একজন নমিনির সত্যায়িত ছবি এবং ব্যাংকের সিনিয়র অফিসার কর্তৃক দলিলগুলোর সত্যায়ন।

ব্যবস্থাপনা ও চার্জ মুক্ত সুবিধা
এই স্কিমের আওতায় খোলা হিসাব পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার হিসাব স্থানান্তর ফি, ব্যবস্থাপনা ফি (AMF), কিংবা এসএমএস চার্জ প্রযোজ্য হবে না। এ সুবিধাগুলো গ্রাহকদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে।

মেয়াদপূর্তির পূর্বে হিসাব বন্ধের বিধান
যেকোনো সময় হিসাবধারী লিখিত আবেদনের মাধ্যমে হিসাব বন্ধ করতে পারবেন। ১ বছরের আগে বন্ধ করলে কোনো সুদ প্রযোজ্য হবে না। ১-৩ বছরের মধ্যে বন্ধ করলে ৩%, ৩-৫ বছরে ৪%, ৫-১০ বছরে ৫% এবং ১০ বছরের বেশি সময়ে ৬% হারে সরল সুদ প্রদান করা হবে।

মৃত্যুকালে নমিনির সুবিধা
হিসাবধারীর মৃত্যু হলে নির্ধারিত নিয়ম ও শর্তানুযায়ী নমিনি বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কোনো প্রকার সার্ভিস চার্জ কাটা যাবে না।

আকর্ষণীয় সুযোগ, নিশ্চিন্ত ভবিষ্যৎ
জনতা মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সুরক্ষা ও ভবিষ্যৎ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য পথ হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক ছোট ছোট কিস্তির মাধ্যমে দীর্ঘমেয়াদে বড় একটি অঙ্কের সঞ্চয় গড়ে তোলা সম্ভব এই স্কিমে। যারা ভবিষ্যতের জন্য নিরাপদ আর্থিক ভিত্তি গড়তে চান, তাদের জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ।

যোগাযোগ করুন
নিকটস্থ জনতা ব্যাংক শাখায় যোগাযোগ করে আপনি এখনই এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

আবির

×