ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আপনার নামে কয়টি সিম চালু আছে? সহজ পদ্ধতিতে ঘরে বসেই জেনে নিন

প্রকাশিত: ২০:৪৯, ১২ জুলাই ২০২৫

আপনার নামে কয়টি সিম চালু আছে? সহজ পদ্ধতিতে ঘরে বসেই জেনে নিন

ছবি: প্রতীকী

আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে কেউ আপনার অজান্তেই সিম চালু করে ফেলেছে কি না, তা জানার এখনই সময়। কারণ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বর্তমানে এক এনআইডির বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম রেজিস্ট্রেশনের অনুমতি দিয়েছে। এর বেশি সিম থাকলে তা অবৈধ, এবং আপনি পড়তে পারেন আইনগত জটিলতায়।

নিজের নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তা এখন সহজেই মোবাইল থেকেই জানা সম্ভব।

কীভাবে জানবেন আপনার নামে কয়টি সিম চালু রয়েছে?

সবার জন্যই একই পদ্ধতি—

  • মোবাইলে *16001# ডায়াল করুন।
  • রিপ্লাইয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) শেষ চারটি সংখ্যা লিখে পাঠান।

কিছুক্ষণের মধ্যেই এসএমএসে জানিয়ে দেওয়া হবে, আপনার NID-এর বিপরীতে কয়টি সিম চালু রয়েছে এবং কোন কোন অপারেটরের সিম চালু আছে।

উল্লেখ্য, সুরক্ষার কারণে এসএমএসে মোবাইল নম্বরগুলো আংশিকভাবে দেখানো হবে, যেমন: +88015*****136।

প্রতিটি অপারেটরের জন্য বাড়তি সুবিধা

গ্রামীণফোন

এসএমএস করুন: info পাঠান 4949 নম্বরে

অথবা: Reg [১৭ সংখ্যার NID] পাঠান 4949 নম্বরে

বাংলালিংক

ডায়াল করুন: *1600*2# অথবা *1600*1#

রবি

ডায়াল করুন: *1600*3# অথবা *1600*1#

এয়ারটেল

ডায়াল করুন: *121*4444#

টেলিটক

এসএমএস করুন: info পাঠান 1600 নম্বরে

এই সেবার চার্জ কত?

একেবারে ফ্রি। এই সেবা নিতে কোনও টাকা কাটা হবে না।

রাকিব

×