ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কোন রক্তের গ্রুপ, খাবার ও পোশাকে মশা বেশি কামড়ায়

প্রকাশিত: ১৯:৩৮, ৯ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৩৯, ৯ জুলাই ২০২৫

কোন রক্তের গ্রুপ, খাবার ও পোশাকে মশা বেশি কামড়ায়

ছবি: সংগৃহীত

একই ঘরে একাধিক মানুষ থাকার পরও শুধু আপনাকেই মশা বেশি কামড়াচ্ছে? এটা কি কাকতালীয়, না কি আপনার শরীরেই লুকিয়ে আছে মশার জন্য বিশেষ কোনো আকর্ষণ? গবেষণা বলছে—মশারও আছে পছন্দ-অপছন্দ, এবং সেটা নির্ভর করে আপনার রক্তের গ্রুপ, খাবার, পোশাক ও শরীরের নির্গত রাসায়নিক উপাদানের উপর।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘মশা লক্ষ্য করে একজন মানুষের রক্তের গ্রুপ। এরপর দেহের আকার, ঘাম, শরীর থেকে নির্গত গন্ধ ও রাসায়নিক উপাদান এবং এমনকি পোশাকের রঙ—সব কিছুই মশার আকর্ষণের জন্য ভূমিকা রাখে।’

এক পরীক্ষায় দেখা গেছে, ও পজিটিভ রক্তের অধিকারীরা সবচেয়ে বেশি মশার কামড়ের শিকার হন। এরপর বি এবং এবি গ্রুপ, আর সবচেয়ে কম কামড় খায় এ গ্রুপের মানুষ। অধ্যাপক কবিরুল বাশার জানান, ‘ডেঙ্গুর বাহক এশিয়ান প্রজাতির মশা এডিস অ্যালবোপিকটাস ও পজিটিভ রক্তকে বেশি পছন্দ করে। তবে আফ্রিকার ম্যালেরিয়া বাহক অ্যানোফিলিস গাম্বেই মশার এবি পজিটিভ রক্ত প্রতি ঝোঁক বেশি।’

শুধু রক্ত নয়, নিঃশ্বাসে থাকা কার্বন ডাইঅক্সাইড, দেহের তাপমাত্রা, ঘামের রাসায়নিক উপাদান (যেমন ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড) ও বিপাকীয় হার বেশি হলে মশা সহজেই আকৃষ্ট হয়। ব্যায়াম করা বা দেহে কার্যকলাপ বেশি হলে এই নিঃসরণও বেশি হয়, ফলে ঝুঁকিও বাড়ে।

কী খাবার খেলে মশা বেশি আকর্ষণ অনুভব করে?

অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘যেসব খাবারে পটাশিয়াম বেশি বা যেসব মশলাদার খাবার বিপাকীয় হার বাড়িয়ে দেয়, সেগুলো খেলে মশার আকর্ষণ বাড়ে। এতে মশার কামড়ের সম্ভাবনাও বেড়ে যায়।’

কী রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায়?

গবেষণা বলছে, মশা শুধু গন্ধ বা গ্যাসেই নয়, দৃষ্টি শক্তির মাধ্যমেও টার্গেট খুঁজে নেয়। বিশেষ করে কালো, লাল, গাঢ় নীল রঙের পোশাক মশার চোখে সবচেয়ে আকর্ষণীয়। তাই যারা এসব রঙের জামা পরে, তারা মশার সহজ টার্গেটে পরিণত হন।

শিশুরা ও গর্ভবতী নারীরা ঝুঁকিতে কেন?

গর্ভবতী নারীর বিপাকীয় হার ও শরীরের উষ্ণতা বেশি হওয়ায় তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয়। তেমনই শিশুদের চলাফেরা, রঙিন পোশাক ও দেহের স্বাভাবিক তাপমাত্রাও মশার লক্ষ্যবস্তুতে পরিণত করে।

বাঁচার উপায় কী?

অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘হালকা রঙের ফুলহাতা জামা-প্যান্ট, মোজা ও জুতা পরা উচিত। পুদিনা, তুলসি ও গাঁদাফুলের গাছ বারান্দা বা জানালার পাশে রাখলে মশা দূরে থাকে। সবচেয়ে জরুরি হলো—বাড়ির আশেপাশে এডিস মশার প্রজননের উপযুক্ত পাত্র যেন না থাকে তা নিশ্চিত করা। তাহলে ডেঙ্গুর ঝুঁকিও অনেকটা কমে যাবে।’

মশা থেকে বাঁচতে সতর্কতা ও সচেতনতাই এখন প্রধান প্রতিরোধ। তাই আপনি কী খাচ্ছেন, কী পরছেন—সেদিকে নজর রাখাটাই হতে পারে আপনার সুরক্ষা।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=XW-pD4z6D5g

রাকিব

×