ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন

সন্ত্রাস দমনে সরকারকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব বিএনপির

প্রকাশিত: ০৯:৫০, ১২ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৫২, ১২ জুলাই ২০২৫

সন্ত্রাস দমনে সরকারকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব বিএনপির

ছবি: সংগৃহীত

জননিরাপত্তা ও নাগরিক সুরক্ষার প্রশ্নে কোনো আপস নেই জানিয়ে সন্ত্রাস দমনে অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে বিএনপি সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ড. মাহদী আমিন তার পোস্টে লিখেছেন, "সন্ত্রাসীর কোনো আদর্শ নেই, কোনো রাজনীতি নেই। যেকোনো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী গ্রেফতার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে — এটাই বিএনপির নীতি।"

এছাড়াও, তিনি রাষ্ট্রযন্ত্রকে কঠোর হওয়ার এবং আইনের শাসন ফিরিয়ে এনে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান।

সাব্বির

×