
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকায় দিনদুপুরে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনার প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম।
আজ শনিবার (১২ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, “অসভ্যতা হচ্ছে সেই আগুন, যা ধীরে ধীরে সমাজের সমস্ত মূল্যবোধ পুড়িয়ে ফেলে। অন্যায় যখন প্রতিষ্ঠিত হয়, তখন ন্যায় চুপ করে বসে থাকলে সেটাই সবচেয়ে বড় অপরাধ। পাথর দিয়ে মানুষ হত্যাকারীদের না বলুন।”
এই মন্তব্যের মাধ্যমে ড. রেজাউল করিম দেশের সাম্প্রতিক সহিংসতা, বিচারহীনতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সরব হয়েছেন।
আবির