ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সীমান্তে যুবককে বিএসএফ কর্তৃক নৃশংসভাবে হত্যা প্রসঙ্গে নাসির

এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত

প্রকাশিত: ১৪:১৯, ১২ জুলাই ২০২৫

এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী আজ শনিবার (১২ জুলাই) ফেসবুকে লিখেন, ঠাকুরগাঁও সীমান্তে আসকর আলী নামে এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নৃশংসভাবে হত্যা করেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এটিকে বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

নাসির উদ্দীন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সীমান্তে নিয়মিত বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের গুলিবর্ষণ বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, দেশের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংস্কার, বিচার এবং একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে।

আবির

×