ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হজে ৪৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪১, ১২ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫৮, ১২ জুলাই ২০২৫

হজে ৪৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন

ফিরতি হজ ফ্লাইট শেষ হয়েছে গত ১০ জুলাই। এর মধ্যদিয়ে বাংলাদেশ থেকে হজে যাওয়া প্রায় সবাই ফিরে এসেছেন। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য গিয়েছিলেন। এর মধ্যে মোট ৪৫ জন বাংলাদেশি হজে গিয়ে মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ে হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৮৭ হাজার ১০০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪১৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৮১ হাজার ৬৮৭ জন রয়েছেন।
গত ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৩১ মে। এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্যসহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন।
হজ শেষে ২২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১২টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে ২৭ হাজার ৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১২ হাজার ২৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৯ হাজার ৬৮ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।
চলতি বছর হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ১১ জন। মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি আছেন। ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।
ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হজ (অধিশাখা) মো. মঞ্জুরুল হক বলেন, হজ ফ্লাইট শেষ হয়েছে। মোটামুটি যারা হজে গিয়েছিলেন সবাই ফিরেছেন। এবার হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অসুস্থ থাকায় এখনো বাংলাদেশি নয়জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারা পরে ফিরবেন। এ ছাড়া আমাদের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েক জন এখনোও সৌদি আরব রয়েছেন বলে আমাদের জানিয়েছেন। 

 

 

প্যানেল/মজি

×