ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইংলিশ সংস্কৃতির মাঝে বাঙালী সন্তানরা যেন হারিয়ে না যায়, এ নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী দু’দিন ব্যাপী ‘দেশী সামার জাম মেলা’

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ০১:২৮, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ০১:৩২, ১৩ জুলাই ২০২৫

ইংলিশ সংস্কৃতির মাঝে বাঙালী সন্তানরা যেন হারিয়ে না যায়, এ নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী দু’দিন ব্যাপী ‘দেশী সামার জাম মেলা’

পরিবেশগত কারনে 'আমার সোনার বাংলা-আমি তোমায় ভালবাসি,বাংলা আমার মায়ের ভাষা-বাংলা আমার প্রাণ' হৃদয়ে ছোঁয়া দেয়ার মতো মধুর সুরের মূর্ছনা যেন ইংলিশ সংস্কৃতির মাটির মাঝে ভবিষ্যৎ প্রজন্ম বাঙালী সন্তানরা হারিয়ে না যায়, এমন বার্তা পৌছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মিশিগান জুড়ে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী পথ প্রদর্শকমূলক আয়োজন। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সহ সর্বত্র ঝড় তুলেছে।

স্বদেশী ভাষা তথা বাঙালীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংস্কৃতি, পারিবারিক বন্ধন,ধর্মীয় অনুশাসন, মমত্ববোধ অক্ষুন্ন রাখতে শুভ্র দেব, বিন্দু কণা,জিনাত জাহান মুন্নী, ইকি গা (ইকবাল), ডি বয় হিমেল, রাভ ইন্ডার, জান মার্টিজেন, কে ভি সিং, স্বদেশী, ভারত, পান্জাবী, মেক্সিকান সহ পৃথিবী সেরা কন্ঠ শিল্পীদের মনমাতানো গান, ডেন্স, ফ্যাশন শো, রাফ্রেল ড্র এমনকি আরো নানান জমকালো আয়োজনের মধ্য দিয়ে মটর বিজনেস-সাংস্কৃতিক অঙ্গন হিসেবে পরিচিত মার্কিন মিশিগানে যুক্তরাষ্ট্রের অন্যতম অঙ্গরাজ্য মিশিগানে শুরু হতে যাচ্ছে প্রবাসী বাঙালীদের প্রাণের বহু প্রতিক্ষিত আনন্দ উৎসব দেশী সামার জ্যাম মেলা-২০২৫ ইং।

'বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন' মিশিগানের অন্যতম প্রধান উদ্দোক্তা ও কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিঙ্গার ইকবাল হোসেইন ও হিমেল হোসেইনের সার্বিক তত্বাবধানে এক ঝাক উদিয়মান সংস্কৃতিমনা ব্যক্তিত্ব কতৃক ওই মিশিগান কাপানো মেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৯ ও ২০ জুলাই। দৃষ্টি নন্দন এমন আয়োজনে এতে খরচ হবে হাজার হাজার ডলার।

সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটি কাউন্সিলের ওয়ারেন ওয়ান সিটি স্কয়ারে আয়োজিত এমন চৌখ ধাধানো মেলায় শুধু মিশিগানে বসবাসরত বাংলাদেশী, বাঙালী নয়, আমেরিকার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সংশ্লিষ্ট প্রবাসী, পার্শবর্তী কানাডা, ভারত, মেক্সিকো, ইংল্যান্ড সহ আরো কয়েকটি রাষ্ট্র থেকে সঙ্গীত প্রেমী দর্শকরা এমন প্রাণবন্ত মেলা উপভোগ করবেন।

ইতিমধ্যে আয়োজকদের পক্ষ থেকে বড় ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একাধিক সাংগঠনিক বৈঠক, নানান স্তরে মতবিনিময়ের মাধ্যমে ওই মেলার সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, আসন্ন মেলায় অন্তত ২০/২৫ হাজার সঙ্গীত ও মেলা প্রেমিক দর্শক শ্রোতার সমাগম ঘটবে।
এমন মেলা থেকে দর্শকরা তাদের আগামী ভবিষ্যৎ চলার করণীয় নানান দিকগুলো জানার সুযোগ পাবেন। সুশৃংঙ্খল মেলা উপহার দিতে ইতিমধ্যে নেয়া হয়েছে সকল প্রস্তুতি।

দর্শকদের জন্য থাকবে শিক্ষা সংক্রান্ত বিষয়াদি, সুস্বাদু বাহারী খাবার, কাপড়, মৃৎ শিল্প সহ নানা ধরনের বহু স্টল। আরো কত-ই না কিছু। এমন মেলায় বিদেশী নাগরিকরাও উপস্থিত থেকে 'বাংলাদেশী সামার জাম' মেলার মাধ্যমে বাংলার কষ্টি, সংস্কৃতি সম্পর্কে জানাতে পারবে তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো সুপরিচিত করবে বলে আয়োজকগণ মনে করছেন।

রাজু

×