মালয়েশিয়ায় এমন একটি ফল আছে যা নিয়ে মানুষের ভালোবাসা ও বিতৃষ্ণা পাশাপাশি চলে। কেউ একে “ফলদের রাজা” বলেন, কেউ আবার এর গন্ধে কপাল কুঁচকে নাক ফেরান। তবে যারাই একবার হৃদয় দিয়ে ডুরিয়ানকে চিনেছেন, তারা জানেন—এই গন্ধের ভেতরেও থাকে ভালবাসা, থাকে ঐতিহ্য, আর থাকে পারিবারিক উষ্ণতা।