ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আন্দোলন দমাতে ছাত্রলীগ-যুবলীগের হাতে ৭.৬২ ও স্নাইপার রাইফেল ছিল: উপদেষ্টা সাখাওয়াত

প্রকাশিত: ২১:৩৭, ৯ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৮, ৯ জুলাই ২০২৫

আন্দোলন দমাতে ছাত্রলীগ-যুবলীগের হাতে ৭.৬২ ও স্নাইপার রাইফেল ছিল: উপদেষ্টা সাখাওয়াত

অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন একটি টকশোতে বলেছেন, আন্দোলনের সময় নন পুলিশ তাদের হাতে রাইফেল ছিল। আমি যেখানে আছি এটা সেন্টার, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি, রেসকিউ করছে এয়ারফোর্স দিয়ে। তারা লুঙ্গি পরা ছিল। তারপরে ছাত্রলীগ-যুবলীগ আমি যদি আপনাকে ভিডিও গুলো দেখাই তাদের হাতে স্নাইপার রাইফেল ও ৭.৬২ ছিল। আমি সে কথা বলেছি যে, পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কীভাবে গেল। এটার ইনভেস্টিগেশন করতে হবে। 

উপস্থাপক খালেদ মুহিউদ্দীন তখন বলেন, এইটা ইস্যু হিসেবে অবশ্যই খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত। দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত, যদি সিভিলিয়ানদের হাতে কোন আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায়, শুধু একটি কারণেই একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সকল সরকারের সকল কারও বিচার হওয়া উচিত, যারা এটি করেছে।

সাখাওয়াত হোসেন আরো বলেন, আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি তখন এটাই বলেছিলাম আমি যে, এগুলোর তদন্ত করব।

উপস্থাপক খালেদ মুহিউদ্দীন তখন বলেন, কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এগুলি আসলে শিবির বা জামায়াতে ইসলামী এই ৭.৬২ রাইফেল নিয়ে গুলি করেছে, এটি বুঝাচ্ছে।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে এখনও এটার তদন্ত করতাম। আমি তখনই এই কথা বলেছি এই কারণে যে, অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে। আমি যখন ছিলাম আড়াই হাজার রাইফেল ৭.৬২ পাওয়া যায়নি। 

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/1GbvxZgwsM/

 
 

রিফাত

×