ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে:বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

আবিদুর রহমান নিপু, ফরিদপুর:

প্রকাশিত: ১৬:৪০, ১২ জুলাই ২০২৫; আপডেট: ১৬:৪১, ১২ জুলাই ২০২৫

সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে:বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফরিদপুর জেলা পশ্চিমের উদ্যোগে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যা এবং দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার দুপুরে এ উপলক্ষে ফরিদপুর চকবাজারের মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর খেলাফত মজলিসের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফেজ মো. রেজওয়ানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক রবিউল ইসলাম, মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শেখ মো. হেলাল, জেলা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মাহমুদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবী, মাওলানা সরোয়ার হোসেন।

সভায় বক্তারা বলেন,যারা নতুন করে চাঁদাবাজি শুরু করছে, দেশের তাণ্ডব সৃষ্টি করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এভাবে একটা দেশ চলতে পারে না। ৫ই আগস্টের পর নতুন স্বৈরাচাররা বাংলাদেশের তাণ্ডব শুরু করেছে। দিনে-দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে। আমরা এ হত্যাকাণ্ডের নিন্দা জানাই।

সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে।আমরা স্পষ্ট করে বলতে চাই, স্বৈরাচারের দোসররা এখনো আছে এবং তারাই এই অপকর্ম করে যাচ্ছে।আমরা খুনির মৃত্যুদণ্ড দাবি করি এবং এ ঘটনায় জড়িত মদদদাতাদেরও অবিলম্বে গ্রেপ্তারের দাবি করি।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে নিহত সোহাগের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।এর আগে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হলে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আফরোজা

×