ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ব্রেইন স্ট্রোক হঠাৎ নয়—২ দিন আগেই শরীর জানিয়ে দেয় বিপদের বার্তা!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ১১ জুলাই ২০২৫

ব্রেইন স্ট্রোক হঠাৎ নয়—২ দিন আগেই শরীর জানিয়ে দেয় বিপদের বার্তা!

ব্রেইন স্ট্রোককে আমরা সাধারণত হঠাৎ ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে জানি। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে—স্ট্রোক আসার আগেও শরীর বেশ কয়েকটি সতর্ক সংকেত দিয়ে দেয়, যেগুলো সময়মতো বুঝতে পারলে বড় বিপদ এড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোক হওয়ার ২৪ থেকে ৭২ ঘণ্টা আগেই কিছু "মিনিস্ট্রোক" বা TIA (Transient Ischemic Attack)-এর লক্ষণ দেখা দিতে পারে। এগুলোর মেয়াদ সাময়িক হলেও এগুলোর গুরুত্ব বিপুল। সময়মতো চিকিৎসা না নিলে এগুলোর পরেই ঘটতে পারে প্রাণঘাতী ব্রেইন স্ট্রোক।

স্ট্রোকের আগেই দেখা দিতে পারে যেসব সংকেত:


১. মুখ, হাত বা পা হঠাৎ অবশ হয়ে যাওয়া

শরীরের এক পাশ—বিশেষ করে মুখ, হাত বা পা হঠাৎ ঝিম ঝিম করা বা অবশ হয়ে যেতে পারে। এটি কয়েক মিনিট থেকে এক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হয়ে গেলেও এটি বড় স্ট্রোকের পূর্বাভাস।


২. কথা জড়িয়ে যাওয়া বা কথা বুঝতে না পারা

হঠাৎ করে স্পষ্টভাবে কথা বলতে না পারা, অজানা শব্দ উচ্চারণ, অথবা অন্যের কথা ঠিকমতো বুঝতে না পারা—এগুলো TIA-এর প্রধান লক্ষণ।


৩. চোখে ঝাপসা দেখা

এক বা দুই চোখেই হঠাৎ করে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। অনেকে আলো সহ্য করতে পারেন না বা চোখে অন্ধকার দেখতে পান।


৪. মাথা ঘোরা বা ভারসাম্য হারানো

হঠাৎ মাথা ঘোরা শুরু হওয়া, চলতে গিয়ে হোঁচট খাওয়া কিংবা সামান্য হাঁটার সময়ও পড়ে যাওয়া—এসব লক্ষণকে অবহেলা করলে চলবে না।


৫. তীব্র মাথাব্যথা

অস্বাভাবিক রকমের তীব্র ও আকস্মিক মাথাব্যথা, সঙ্গে বমি বমি ভাব বা চোখে চাপ অনুভব—এসবও হতে পারে স্ট্রোকের পূর্বলক্ষণ।


৬. স্মৃতি বিভ্রাট ও বিভ্রান্তি

আশপাশ চিনতে না পারা, কথা বলার সময় ভুলে যাওয়া কিংবা হঠাৎ স্মৃতি লোপ পাওয়াও মারাত্মক সংকেত।


৭. অজ্ঞান হওয়ার মতো অনুভব

মাথা ঘোলাটে লাগা, চোখের সামনে অন্ধকার দেখা বা অজ্ঞান হওয়ার উপক্রম হওয়া—এসবের গুরুত্ব অনেক।


🛑 এই ভুলগুলো করবেন না!

“একটু পরে ডাক্তার দেখাব” — এই ধারণা ঝুঁকিপূর্ণ

উপসর্গ মুছে গেলেও মনে রাখুন: এটি হতে পারে ‘মিনিস্ট্রোক’—যার পরেই আসতে পারে মূল স্ট্রোক

 

করণীয়:

1. দ্রুত নিকটস্থ হাসপাতালে যান

2. রক্তচাপ, সুগার, কোলেস্টেরল পরীক্ষা করুন

3. ধূমপান, অতিরিক্ত ওজন ও স্ট্রেস নিয়ন্ত্রণে আনুন

 

মনে রাখবেন, “স্ট্রোক শুরু হওয়ার আগেই শরীর দেয় সতর্কতা— সময়মতো বুঝলেই বাঁচতে পারে জীবন।”

Mily

×