
গাম ডিজিস (periodontal disease) একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা। যা থেকে হতে পারে হার্টের রক্তনালীর প্রদাহ ও ক্ষতি । কিছু গবেষণায় দেখা গেছে, গাম ডিজিস্ আক্রান্ত ব্যক্তিদের হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি ২–৩ গুণ বেশি ।
ক্ষতিগ্রস্থ দাঁতের তলায় জমে থাকা ব্যাকটেরিয়া কখনো রক্তে ঢুকে রক্তনালীগুলিতে প্রদাহ সৃষ্টি করে, অস্থির প্লাকে জন্ম দিতে পারে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় । এছাড়া, শরীরজুড়ে প্রদাহ বাড়তে যেমন C-reactive protein, TNF‑α, IL‑6 ইত্যাদি বৃদ্ধি পায় ।
সামগ্রিক ঝুঁকির কারণ (Confounding factors)
ধূমপান, ডায়াবেটিস, অস্বাস্থ্যকর খাদ্য, জেনেটিক প্রবণতা ইত্যাদি এমন কিছু কারণ, যা উভয় রোগের ঝুঁকি বাড়ায়। ২০১৮ সালের এক বড় গবেষণায় দেখা যায়, ধূমপানের প্রভাব বাদ দিলে দাঁত ক্ষয়ের (tooth loss) ও হার্ট রোগের মাঝে সম্পর্ক অনেকটা মিটে যায়।
প্রাথমিক পর্যায়ের গাম ডিজিস ঘরে বসেই ব্রাশ ও ফ্লসিংয়ে নিয়ন্ত্রণযোগ্য। তবলো ব্যাকটেরিয়ার সম্মুখীন হলে স্কেলিং ও রুট প্ল্যানিংয়ের মাধ্যমে ক্ষেত্র উন্নত করা যায় । যদিও এখনো নিশ্চিত প্রমাণ নেই যে এতে হার্ট অ্যাটাক–স্ট্রোকের রেট কমে, তবুও ভালো মৌখিক স্বাস্থ্য বজায় রাখা হৃদরোগ প্রতিরোধে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে ।
সানজানা