ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২২:১৯, ১২ জুলাই ২০২৫

মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের বিরুদ্ধে শুরু হয়েছে পুলিশের সাঁড়াশি অভিযান। একদিনে পৃথক তিনটি অভিযানে ৩৬০ ক্যান ভারতীয় রেড বুল, ৬৯ কার্টন ভারতীয় ডেইরি মিল্ক চকলেট, একটি সাদা রঙের প্রাইভেটকার, ৪০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ প্রায় ৮ হাজার টাকা উদ্ধারসহ ৭ মাদক ও চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শনিবার (১২ জুলাই) গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রবোধ চন্দ্র দাস ও আরিফুল ইসলামের নেতৃত্বে ছয়ফুল্লাকান্দি ও আইয়ুবপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি পলাশ চন্দ্র দাস, সবুজ মিয়া, বাপ্পি মিয়া, সোহেল মিয়া, মাজেদা বেগম, তাসলিমা বেগম ও ফয়সাল মিয়াকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ তা‌দের‌কে গ্রেপ্তার করা হয়।


বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান বলেন, “মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। আজ গভীর রাতে খবর পেয়ে মডেল থানা পুলিশ মাদকসহ ৭ আসামিকে তিনটি অভিযানে গ্রেপ্তার করেছে। তাদের সবার বিরুদ্ধে মাদক চোরাচালান মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বাঞ্ছারামপুরের মাদক কারবারিদের উদ্দেশ্যে বলতে চাই, এখন থেকে মাদক যেখানে, অভিযান হবে সেখানে। সে যে দলেরই হোক, কোনো ছাড় নেই।”

আঁখি

×