ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

পরিকল্পনার অভাবেই সোহাগ হত্যাকারীর জন্ম: আব্দুল্লাহিল আমান আযমী

প্রকাশিত: ০২:০৭, ১৩ জুলাই ২০২৫

পরিকল্পনার অভাবেই সোহাগ হত্যাকারীর জন্ম: আব্দুল্লাহিল আমান আযমী

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পুত্র আব্দুল্লাহিল আমান আযমী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে একটি মন্তব্য করেছেন।

তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, সোহাগ হত্যা অত্যন্ত নির্মম ও দুঃখজনক ঘটনা। এই হত্যাকাণ্ড স্পষ্টভাবে প্রমাণ করে যে, অতীতে কোনো সরকারই সুনাগরিক তৈরির বিষয়ে চিন্তাভাবনা কিংবা কার্যকর পরিকল্পনা করেনি।

তিনি বলেন, “ভালো মানুষ কুদরতি পয়দা হয় না। সুষ্ঠু পরিকল্পনা এবং দক্ষ পরিচালনার অভাবেই সোহাগ হত্যাকারীর মতো অপরাধীর জন্ম হয়।”

তার মতে, সমাজে নৈতিকতা, মূল্যবোধ এবং সহানুভূতির চর্চা শুরু করতে হলে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র যদি নাগরিকদের সঠিকভাবে গঠন করত, তবে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটতো না।

আমান আযমীর এই মন্তব্য সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে।

এম.কে.

×