
ছবি: সংগৃহীত
রাজধানীর চকবাজারে প্রকাশ্যে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ব্যবসায়ী ও যুবদলকর্মী মোহাম্মদ সোহাগকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
আজ শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, “আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।”
তিনি বলেন, “আপনারা জানেন, রাজধানীর চকবাজার থানা এলাকায় ব্যবসায়ী ও যুবদলকর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালোকে অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংস কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এমন নির্মমতা দেখে সমগ্র জাতি স্তম্ভিত। আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
মুন্না আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের বিষয়ে যে নামগুলো এসেছে, সেই অনুসারে আমাদের তিনটি সংগঠনের পক্ষ থেকে পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদার্ত আহ্বান জানিয়েছি—তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য।”
তিনি বলেন, “সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের নৃশংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
যৌথ সংবাদ সম্মেলনে যুবদলের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আবির