ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে আনন্দমেলা শুরু ১৯ জুলাই

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ১২ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে আনন্দমেলা  শুরু ১৯ জুলাই

.

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বড় উৎসব আনন্দমেলা শুরু হচ্ছে ১৯ জুলাই। লিটল বাংলাদেশ এলাকায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে উৎসবের নবম পর্ব। প্রবাসীদের সঙ্গে এই আয়োজনে নাচে-গানে মাত করবেন প্রীতম হাসান, প্রতীক হাসান, কিশোর দাস, জায়েদ খান, পারসা ইভানা, মৌসুমী মৌ, নীল হুরে জাহান ও নৃত্যশিল্পী আলিফ, কণ্ঠশিল্পী আর্নিক, আবু নাঈম, ইচ্ছাসহ অনেকেই। এই আয়োজনে এবার প্রথমবারের মতো গাইছেন প্রীতম হাসান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে কনসার্ট করছি। আনন্দমেলাতেও পারফর্ম করব। অনেক বছর ধরে প্রবাসী  বাংলাদেশিরা এই আনন্দঘন আয়োজন করে আসছে। তাদের সঙ্গে এবার আমিও আনন্দ ভাগাভাগি করতে গাইব। 
আনন্দমেলার আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী। তিনি বলেন, এটি পুরোপুরি নন প্রফিট উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিরা এই মেলার জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন। এই আনন্দমেলাই প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হয়। আমি মনেকরি, বাংলাদেশের শিল্পীদের সরব উপস্থিতি এবারের উৎসবকে নতুন মাত্রা দেবে। জানা গেছে, সন্ধ্যা ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক পরিবেশনা। আরও জানা গেছে, এবারের আনন্দমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেক প্যারিস সিটি ক্যালিফোর্নিয়ার মেয়র মাইকেল ভার্গা ও লস অ্যাঞ্জেলেস সিটির কাউন্সিলর হেদার হার্ট। এছাড়াও আমন্ত্রিত থাকছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। 

প্যানেল

×