ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বলিউডে খুশির বন্যা! কিয়ারা-সিদ্ধার্থ দম্পতির ঘরে আসছে নতুন অতিথি!

প্রকাশিত: ২৩:৪৩, ১২ জুলাই ২০২৫

বলিউডে খুশির বন্যা! কিয়ারা-সিদ্ধার্থ দম্পতির ঘরে আসছে নতুন অতিথি!

আজই কি আসতে চলেছে বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন অতিথি? শনিবার (১২ জুলাই) সকালে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এই তারকা দম্পতিকে, যা নেটপাড়ায় নতুন গুঞ্জন সৃষ্টি করেছে।

চলতি বছরের শুরুতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে কিয়ারা ও সিদ্ধার্থ জানিয়েছিলেন যে, তাদের জীবনে আসছে নতুন সদস্য। এরপর থেকেই মিডিয়ার নজর কাড়তে থাকে কিয়ারা, এবং প্রতিবারই তাকে আগলে রাখতেন সিদ্ধার্থ।

শনিবারেও তার ব্যতিক্রম হয়নি। কিয়ারা স্ফীতোদর নিয়ে হাসপাতালে ঢুকছিলেন, সঙ্গে ছিলেন সিদ্ধার্থ ও কিয়ারার বাবা। যদিও ক্যামেরা এড়ানোর চেষ্টা ছিল, তবুও ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের দাবি, দুই পরিবারের সদস্যরা ইতোমধ্যে হাসপাতালে জড়ো হয়েছেন, আর আজই হয়তো সন্তান ভূমিষ্ঠ হতে পারে।

২০২৩ সালে বিয়ের পর এবারই প্রথম সন্তান আগমনের সুখবর শেয়ার করেন কিয়ারা ও সিদ্ধার্থ। বর্তমানে কিয়ারা মাতৃত্বের আনন্দে ভাসছেন, আর তার অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন অতিথির আগমনের জন্য।

 

রাজু

×