
ছবি: সংগৃহীত।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী রবিবার (১৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, তুমুল ব্যস্ততার কারণে তিনি তার অন্যতম ভালোবাসা—কবিতা লেখা—থেকে অনেকটা দূরে সরে গেছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “এই তুমুল কাজের চাপে আমি কত কিছুই মিস করি। তার মধ্যে কবিতা একটা। সকল লোকের মাঝে বসেও নিজের মুদ্রাদোষে আলাদা হয়ে দুইটা লাইন লেখার আনন্দ মিস করি।”
এই স্বীকারোক্তি যেন ফারুকীর শিল্পসত্তারই আরেকটি দিক উন্মোচন করল—যেখানে তিনি ব্যস্ত দায়িত্বের মধ্যেও একাকিত্ব আর কাব্যিক আত্মা নিয়ে বাঁচেন। দেশের সাংস্কৃতিক জগতের অনেকেই তাঁর এই অনুভবকে সময়োপযোগী এবং মানবিক বলে উল্লেখ করছেন।
নুসরাত