ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

স্ত্রীর না মানেই এড শিরানের গান বাতিল!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ১২ জুলাই ২০২৫

স্ত্রীর না মানেই এড শিরানের গান বাতিল!

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা এড শিরান জানালেন, তার স্ত্রী চেরি সিবোর্ন কখনো কখনো তার গান "মেরে ফেলতে পারেন" প্রকাশের আগেই! সম্প্রতি কাইলি কেলসের পডকাস্ট “Not Gonna Lie”-এর একটি পর্বে এই চমকপ্রদ মন্তব্য করেন গায়ক।

এড বলেন, “চেরি সত্যিই কোনো গানকে মেরে ফেলতে পারে। আমি খুব সাবধানে গান চালাই যখন ওর মুড ভালো থাকে। যদি বলে ‘এহ’, আমি বুঝে নিই গানটা গেল।”

শিরান জানান, তিনি এক সপ্তাহে গড়ে ১৫টি গান লেখেন। এর মধ্যে কোন গানটি সামনে আসবে, সেটা অনেকটাই নির্ভর করে চেরির মনের অবস্থার ওপর। শিরান বলেন, “চেরির মিউজিক সেন্স দারুণ। ও সহজেই বুঝে ফেলে কোন গানটি হিট হবে, আর কোনটা নয়।”

শুধু স্ত্রীই নন, তাদের দুই মেয়ে লাইরা (৪) এবং জুপিটার (২)-ও এডের গান নিয়ে নিজের পছন্দ অপছন্দ জানায়। শিরান বলেন, “আমি বাইরে থাকলে চেরি আমার গান চালায় ওদের জন্য। ওরা যেসব গান বেশি পছন্দ করে, সেগুলোই আসলে সবার কাছে জনপ্রিয় হয়।” 

শিরান ও সিবোর্ন প্রথম পরিচিত হন শেফিল্ডে পড়াকালীন সময়। তিন বছরের সম্পর্কের পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।

মুমু ২

×