
অভিনেত্রী ফাতিমা
রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই নানা প্রশ্ন উঠছে, আর এ নিয়ে শোরগোলও কম নয়। অনেক মহিলাই জীবনের কোথাও না কোথাও হেনস্থার শিকার হন। এই তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ফাতিমা সনা শেখও। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে এমন একটি ঘটনা শেয়ার করেছেন, যা শুনলে অনেকেই চোখ খুলে যেতে বাধ্য।
ফাতিমা জানান, এক সময় তিনি এক ব্যক্তির যৌন হেনস্থার শিকার হন। আর সে সময় কীভাবে তিনি পরিস্থিতি সামলেছিলেন, তাও উঠে আসে। ফাতিমা বলেন, "এক বার এক ব্যক্তি আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। সেই মুহূর্তে আমি তাকে এক লাথি দিয়েছিলাম। কিন্তু সেই লোকটা পাল্টা মারে। তার আঘাতটা বেশ জোরালো ছিল। আমি তাকে স্পর্শ করেছিলাম কারণ আমার পক্ষে তা সহ্য করা সম্ভব ছিল না। কিন্তু সেই লোকটাও আমার আঘাত সহ্য করতে পারেনি।"
এ ঘটনার পর ফাতিমা তার জীবনকে এক নতুনভাবে দেখেন। তিনি জানান, "এই ঘটনার পর থেকে আমি আরও সতর্ক হয়ে উঠেছিলাম। বুঝতে পারলাম যে, এমন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাও আমাদের মনোযোগ দেওয়া উচিত। কেন জানি মনে হয়, আমাদের সব সময় নিজেদের প্রতিরোধ ক্ষমতা চিন্তা করতে হয়, এমনকি যখন কেউ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।"
ফাতিমার মতো অনেক মহিলাই রাস্তাঘাটে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অভিজ্ঞতা তাদের মনে গভীর প্রভাব ফেলেছে। তবে তার মতো মহিলারা জানিয়ে দিয়েছেন, একে অন্যকে সাহস দিতে হবে, সচেতন থাকতে হবে এবং সমাজে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে হবে।
রাজু