ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হঠাৎ দাঁতের ব্যথা? ঘরোয়া পদ্ধতিতেই তাৎক্ষণিক সমাধান 

প্রকাশিত: ১৩:৪০, ১২ জুলাই ২০২৫

হঠাৎ দাঁতের ব্যথা? ঘরোয়া পদ্ধতিতেই তাৎক্ষণিক সমাধান 

হঠাৎ করে দাঁতের ব্যথা শুরু

হঠাৎ করে দাঁতের ব্যথা শুরু হলে অনেক সময় রাতে কিংবা ছুটির দিনে চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না, তাৎক্ষণিক ব্যথা উপশমে কিছু ঘরোয়া পদ্ধতি খুবই কার্যকর হতে পারে।

 প্রাথমিক ব্যথা কমাতে নিচের টোটকাগুলো অনুসরণ করা যেতে পারে—

১. লবণ পানিতে কুলকুচি: এক গ্লাস অল্প গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করুন। দাঁত, মাড়ি ও গলার ব্যথা কমাতে এটি খুব কার্যকর।

২. গোলমরিচ ও লবণের পেস্ট: লবণের সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যথার স্থানে লাগান। কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ব্যথা অনেকটাই কমে যাবে।

৩. লবঙ্গ ও অলিভ অয়েল: দুইটি লবঙ্গ থেঁতো করে কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় লাগান। চাইলে শুধু লবঙ্গ চিবিয়ে জিভ দিয়ে ব্যথার স্থানে চাপ দেওয়া যেতে পারে।

৪. রসুন ও লবণ: এক কোয়া রসুন থেঁতো করে সামান্য লবণ মিশিয়ে দাঁতে লাগান। ব্যথা বেশি হলে রসুন চিবিয়ে খাওয়াও যেতে পারে।

করা কাঁচা পেঁয়াজ চিবিয়ে খেলে বা দাঁতের ওপর চেপে রাখলে আরাম পাওয়া যায়। পেঁয়াজের জীবাণুনাশক গুণ ব্যথা কমাতে সাহায্য করে।

৬. দূর্বা ঘাসের রস: দূর্বা ঘাস থেকে রস বের করে ব্যথার স্থানে লাগালে ব্যথা কমে। এটি দাঁতের সার্বিক স্বাস্থ্যের জন্যও উপকারী।

৭. পেয়ারা পাতা: দুটি তাজা পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাযুক্ত দাঁতে চেপে ধরে রাখুন। এতে আরাম মেলে।

৮. বরফ: এক টুকরা বরফ তুলো বা পাতলা কাপড়ে মুড়ে দাঁতের ওপর চেপে রাখুন। ঠাণ্ডা বরফ স্নায়ুর যন্ত্রণায় উপশম আনে।

এই পদ্ধতিগুলো সাময়িকভাবে দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। তবে ব্যথা দীর্ঘস্থায়ী বা বারবার হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তাসমিম

×